ভাইরাল – কম্বল মুড়ি দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন এক তরুণী। আচমকাই বিকট শব্দে ঘুম ভেঙে চমকে ওঠেন তিনি। চোখ খুলতেই দেখেন, তাঁর ঘরের মধ্যেই ঢুকে পড়েছে ব্যান্ড পার্টির দল, জোরে জোরে বাজছে বাদ্যযন্ত্র। সঙ্গে রয়েছেন তাঁর প্রেমিকও। প্রথমে বিষয়টিকে নিছক মজা বলেই ভেবেছিলেন তরুণী।
ঘুম জড়ানো চোখে পরিস্থিতি বুঝে উঠতে না উঠতেই প্রেমিকের দিকে তাকিয়ে হাসতে শুরু করেন তিনি। তাঁর ধারণা ছিল, ব্যান্ড পার্টি ডেকে প্রেমিক শুধু একটু মজা করে তাঁর ঘুম ভাঙিয়েছেন। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো দৃশ্য বদলে যায়। হঠাৎই তরুণ তাঁর সামনে হাঁটু মুড়ে বসে পড়েন এবং এক হাতে হিরের আংটি বের করে তাঁকে বিয়ের প্রস্তাব দেন।
এই অপ্রত্যাশিত মুহূর্তে আবেগ ধরে রাখতে পারেননি তরুণী। সারপ্রাইজে অঝোরে কাঁদতে শুরু করেন তিনি। প্রেমিকের এমন অভিনব ও হৃদয়ছোঁয়া প্রস্তাব দেখে ঘরজুড়ে আবেগের আবহ তৈরি হয়। ব্যান্ডের বাজনার মধ্যেই সেই মুহূর্ত যেন আরও স্মরণীয় হয়ে ওঠে।
ইনস্টাগ্রামে ‘nehajain97’ নামের একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, সকালবেলা প্রেমিক ব্যান্ড পার্টি নিয়ে তরুণীর ঘরে ঢুকে পড়েন এবং বাজনার শব্দে তাঁর ঘুম ভাঙান। এরপরই আসে সেই বিশেষ মুহূর্ত—হাঁটু মুড়ে বিয়ের প্রস্তাব।
জানা গিয়েছে, এই ঘটনাটি দিল্লিতে ঘটেছে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই দ্রুত ভাইরাল হয়ে যায়। নেটদুনিয়ার বেশিরভাগ মানুষই এই প্রেমময় মুহূর্ত দেখে আবেগে ভেসেছেন। এক নেটাগরিক মন্তব্য করেছেন, “কী মিষ্টি ভিডিও! জাঁকজমক নয়, এমন আন্তরিক প্রস্তাবই সবচেয়ে সুন্দর। আপনাদের ভবিষ্যৎ শুভ হোক।”




















