খেলা – ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড়সড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। চোটের কারণে ভারতের তারকা বাঁহাতি ব্যাটসম্যান তিলক ভার্মা নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না বলেই সূত্রের খবর। এই সিরিজকে সামনে রেখে যখন বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত ভারতীয় দল, তখন গুরুত্বপূর্ণ এক সদস্যের অনুপস্থিতি চিন্তা বাড়াচ্ছে টিম ম্যানেজমেন্টের।
চলতি মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজকে ২০২৬ সালের বিশ্বকাপের প্রস্তুতির অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছিল ভারত। বিশেষ করে মিডল অর্ডারে তিলক ভার্মার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৫ সালের এশিয়া কাপ ফাইনালের নায়ক এবং নিয়মিত ৩ নম্বর ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা তিলক এই সিরিজে বড় ফ্যাক্টর হতে পারতেন।
সূত্রের খবর, পেটে আঘাতের কারণেই এই সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তিলক ভার্মা। ২০২৬ সালের বিজয় হাজারে ট্রফির একটি ম্যাচের আগে তাঁকে ব্যথায় ভুগতে দেখা গিয়েছিল। সেই চোট এখনও পুরোপুরি না সারায় ঝুঁকি নিতে চাইছে না টিম ইন্ডিয়া ও মেডিক্যাল টিম।
এই বিষয়ে শীঘ্রই বিসিসিআই-এর তরফে আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে বলে জানা গিয়েছে। তিলকের চোট কতটা গুরুতর এবং তিনি কবে মাঠে ফিরতে পারবেন, সে দিকেই এখন নজর ক্রিকেট মহলের।



















