রাজ্য বিজেপির নতুন কমিটিতে ছিটকে গেলেন শুভেন্দুর ঘনিষ্ঠরা, শমীক ভট্টাচার্যের ভারসাম্যচেষ্টা

রাজ্য বিজেপির নতুন কমিটিতে ছিটকে গেলেন শুভেন্দুর ঘনিষ্ঠরা, শমীক ভট্টাচার্যের ভারসাম্যচেষ্টা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য -;বুধবার রাজ্য বিজেপির নতুন কমিটি ঘোষণা হলেও সেখানে চোখে পড়ার মতো অনেক অভিজ্ঞ নেতা বাদ পড়েছেন। বিশেষ করে উত্তর কলকাতার কাউন্সিলর নেতা সজল ঘোষ, শঙ্কুদেব পণ্ডা এবং কৌস্তভ বাগচী—তিনজনই রাজ্য কমিটিতে স্থান পাননি। বিষয়টি নিয়ে দলটির ভিতরে তুমুল চর্চা চলছে, এবং বাদ পড়া নেতারাও যথেষ্ট আশাহত।
গেরুয়া শিবির সূত্রে খবর, প্রবল চাপ থাকা সত্ত্বেও শমীক ভট্টাচার্য এই তিন নেতাকে দূরে রেখেছেন। তাঁদের তিনজনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে দলের মধ্যে পরিচিত। খবর অনুযায়ী, দলের পুরনো সদস্যদের চাপে এবং অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষার কারণে শমীক এই সিদ্ধান্ত নিয়েছেন।
এছাড়া দলের আরেক আইনজীবী নেতা তরুণজ্যোতি তেওয়ারির নামও কমিটিতে নিয়ে আসার আলোচনা থাকলেও শেষ মুহূর্তে তাঁর নাম বাদ পড়েছে। এর পেছনে কারণ হিসেবে বলা হচ্ছে, রাজ্য যুব মোর্চার সভাপতি পদে তাঁকে আনার চেষ্টা চললেও শমীকের আস্থা অর্জন করতে ডা. ইন্দ্রনীল খাঁ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন।
পর্যালোচনায় উঠে এসেছে, কেন সজল, শঙ্কুদেব ও কৌস্তভদের দূরে রাখা হলো—
১. দলের পুরনো নেতা-কর্মীদের একটি বড় অংশ তাদের কমিটিতে স্থান দেওয়ার বিরোধিতা করেছিল।
২. তিনজনের মধ্যে দু’জন অতিসক্রিয় ছিলেন এবং বড় নেতার ঘনিষ্ঠ হওয়ার কারণে দলের মধ্যে নিজেদের প্রভাব বজায় রাখার চেষ্টা করতেন।
৩. রাজ্যে গুরুত্বপূর্ণ পদে আসতে হলে পার্টি সম্পর্কে সম্যক ধারণা থাকা জরুরি, যা সব নেতার মধ্যে নেই বলে দলের একাংশ মনে করে।
৪. আরএসএসের পক্ষ থেকেও তাঁদের নামে সিলমোহর আসেনি।
ফলে আগের কমিটির কিছু মুখকে রেখে, নতুন কমিটিতে পুরনো অভিজ্ঞ নেতৃত্বকে স্থান দিয়ে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে। নতুন কমিটিতে শুভেন্দু ঘনিষ্ঠদের বাদ পড়ার বিষয়ে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “আমারও তো অনেক ঘনিষ্ঠরাও কমিটিতে নেই।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top