সুনীল গাভাসকার রাখলেন প্রতিশ্রুতি, জেমাইমা রদ্রিগেজকে ব্যাট-আকৃতির গিটার উপহার

সুনীল গাভাসকার রাখলেন প্রতিশ্রুতি, জেমাইমা রদ্রিগেজকে ব্যাট-আকৃতির গিটার উপহার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকার নিজের প্রতিশ্রুতি রাখলেন এবং ক্রিকেটপ্রেমীদের জন্য তৈরি করলেন এক আবেগঘন মুহূর্ত। ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা জেমাইমা রদ্রিগেজের সঙ্গে বিশেষ সাক্ষাতে তিনি ব্যাটের আকারে তৈরি একটি কাস্টমাইজড গিটার উপহার দিলেন। তবে শুধু উপহারই নয়, দু’জনে একসঙ্গে গানও গাইলেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হাসিমুখে জেমাইমাকে স্বাগত জানাচ্ছেন গাভাসকার। গিটার হাতে তুলে দিয়ে মজার ছলেই তিনি বলেন, ‘আজ আমি ওপেনিং ব্যাটার নই।’ এরপরই শুরু হয় বিশেষ মুহূর্ত—বলিউডের কালজয়ী ছবি শোলে থেকে ‘ইয়ে দোস্তি’ গান শুরু করেন দু’জনে। কিশোর কুমার ও মান্না দের সেই জনপ্রিয় গানেই গলা মেলান তারা।
এর আগে গাভাসকার প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভারতের মহিলা দল ওয়ানডে বিশ্বকাপ ২০২৫ জিতলে জেমাইমার সঙ্গে গান গাইবেন। সেই প্রতিশ্রুতিই তিনি রাখলেন। সোশ্যাল মিডিয়ায় জেমাইমা লেখেন, ‘সুনীল স্যার কথা রেখেছেন। আর আমরা জ্যাম করেছি সবচেয়ে কুল ‘ব্যাট-আর’-এর সঙ্গে। এটা সত্যিই বিশেষ একটা মুহূর্ত।’
মাঠের বাইরের এই আবেগঘন মুহূর্তের পাশাপাশি মাঠের ভেতরও জেমাইমার জন্য নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। আসন্ন উইমেন্স প্রিমিয়ার লিগে (WPL) প্রথমবার দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে নামবেন তিনি। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অঞ্জুম চোপড়া জানিয়েছেন, এই দায়িত্ব জেমাইমাকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ দেবে। অঞ্জুম বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি দলের নেতৃত্ব দেওয়া একেবারেই আলাদা চ্যালেঞ্জ। এতে জেমিমাহ নিজেকে শুধু ব্যাটার বা ফিল্ডার হিসেবে নয়, একজন নেতা হিসেবেও নতুনভাবে চিনবে।’
এর আগে টানা তিনটি মরশুমে মেগ ল্যানিংয়ের ডেপুটি হিসেবে দিল্লিকে ফাইনালে তুলেছেন জেমাইমা। এবার সেই ল্যানিংই ইউপি ওয়ারিয়র্জের অধিনায়ক। ফলে দায়িত্ব পুরোপুরি তাঁর কাঁধে। অঞ্জুমের মতে, মারিজানে ক্যাপ, শেফালি বর্মা কিংবা দ্রুত উঠে আসা নিকি প্রসাদের মতো ক্রিকেটারদের সামলানো জেমাইমার ক্রিকেটজীবনে গুরুত্বপূর্ণ ধাপ হতে চলেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top