ফের এসআইআর আতঙ্কে মৃত্যু, শোকের ছায়া ছড়ালো সোদপুরে

ফের এসআইআর আতঙ্কে মৃত্যু, শোকের ছায়া ছড়ালো সোদপুরে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


নদিয়া – শুনানির নোটিস পাওয়ার পরই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ৬ দিন কোমায় থাকার পর মৃত্যু হলো সোদপুরের ৭৫ বছর বয়সী বৃদ্ধা অলকা বিশ্বাসের। তিনি উত্তর ২৪ পরগনার ঘোলার বিলকান্দা ১ নম্বর পঞ্চায়েতের তালবান্দা উত্তরপাড়া এলাকার বাসিন্দা। ৪ জানুয়ারি বৃদ্ধার বাড়িতে এসআইআর শুনানির নোটিস আসে। পরিবারের দাবি, নোটিস পাওয়ার পরই তিনি চেয়ার থেকে পড়ে যান এবং ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন।
রবিবার দিনেই তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। ছয় দিনের চিকিৎসার পর শনিবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। বৃদ্ধার মৃত্যুর খবর আসার সঙ্গে সঙ্গে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ঘটনাস্থলে পৌঁছে খড়দহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় ও বিলকান্দা পঞ্চায়েতের উপপ্রধান প্রবীর দাস ঘটনাস্থলে পৌঁছে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে তোপ দাগেন। তৃণমূল নেতৃত্বের দাবি, এসআইআরের কারণে বৃদ্ধার মৃত্যু হয়েছে। শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “এসআইআর শুনানির নোটিস পাওয়ার পরই বৃদ্ধা চেয়ার থেকে পড়ে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হন। চিকিৎসাধীন অবস্থায় আজ তাঁর মৃত্যু হয়েছে। এসআইআর ভয়ংকর পরিবেশ তৈরি করেছে।”
উপপ্রধান প্রবীর দাস বলেন, “এই মৃত্যুর দায় নিতে হবে কেন্দ্রীয় সরকারকে। আমরা বৃদ্ধার পরিবারের পাশে আছি।” মৃতার মৃত্যু এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে দিয়েছে, এবং এসআইআর সংক্রান্ত বিতর্ক নতুন করে উস্কে দিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top