মালদা – দুই মাস আগে পাপড় বিক্রেতাকে গুলি করে খুনের ঘটনায় বড় সাফল্য পেল কালিয়াচক থানার পুলিশ। এই মামলার মূল অভিযুক্ত সাজিদ সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের কাছ থেকে একটি সেভেন এমএম পিস্তল উদ্ধার হয়েছে, যা খুনের সময় ব্যবহার করা হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
শনিবার দুপুরে মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে একটি সাংবাদিক বৈঠক করেন। তিনি জানান, গত ২৫ নভেম্বর রাতে কালিয়াচক থানার যদুপুর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুষ্কৃতীদের গুলিতে খুন হন মহম্মদ আজহার মোমিন (৬০)। ওই রাতে তিনি একটি মেলা থেকে পাপড় বিক্রি করে বাড়ি ফিরছিলেন, সেই সময়ই তাঁর উপর হামলা চালানো হয়।
এই ঘটনায় প্রথমে মহম্মদ সরিফুল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি সুজাপুরের গয়েশবাড়ি এলাকায়। এরপর বিভিন্ন সূত্র ধরে তদন্ত চালিয়ে শুক্রবার রাতে গয়েশবাড়ি এলাকা থেকেই মূল অভিযুক্ত সাজিদ সর্দারকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃত সাজিদের কাছ থেকে উদ্ধার হওয়া পিস্তলটি খুনের সময় ব্যবহার করা হয়েছিল। পাশাপাশি এই খুনের ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার পিছনে কী উদ্দেশ্য ছিল এবং এর সঙ্গে অন্য কোনও দুষ্কৃতীচক্র জড়িত কিনা, তা জানতে তদন্ত জারি রয়েছে।




















