রাজ্য – ডিসেম্বর থেকে ঝড়ো ব্যাটিং শুরু করেছে শীত। হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে গোটা বাংলা। শনিবার কলকাতার তাপমাত্রা নেমে গিয়েছিল ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ছুটির দিন রবিবারে যদিও সামান্য বৃদ্ধি পেয়েছে পারদ, তবে শীতের দাপট এখনও স্পষ্টভাবে অনুভূত হচ্ছে শহর ও শহরতলিতে।
হাওয়া অফিস জানিয়েছে, রবিবার তাপমাত্রা সামান্য বাড়লেও আগামী ৫ থেকে ৬ দিনে আবহাওয়ার ছবিতে বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নতুন সপ্তাহে তাপমাত্রা সর্বোচ্চ ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে মকর সংক্রান্তি পর্যন্ত রাজ্যবাসী জাঁকিয়ে শীত উপভোগ করতে পারবেন বলেই পূর্বাভাস।
আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েকদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। মকর সংক্রান্তির দিনেও কনকনে ঠান্ডা অনুভূত হবে। উত্তুরে হাওয়ার দাপট অব্যাহত থাকায় শীতের আমেজ বজায় থাকবে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডার প্রভাব আরও বেশি পড়বে। উত্তর ও দক্ষিণ—দুই বঙ্গেই কুয়াশার দাপট থাকবে। দক্ষিণবঙ্গে আগামী দু’দিন তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই এবং শুক্রবার, ১৬ জানুয়ারি পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনার কথাও জানায়নি হাওয়া অফিস।
উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না। স্বাভাবিকের তুলনায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কম থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা কমে ১৯৯ মিটার থেকে ৫০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।



















