গাড়ি চালাতে চালাতে স্টিয়ারিংয়ে ঘুমে ডুবে গেলেন তরুণ, হর্নেও ভাঙল না ঘুম!

গাড়ি চালাতে চালাতে স্টিয়ারিংয়ে ঘুমে ডুবে গেলেন তরুণ, হর্নেও ভাঙল না ঘুম!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


ভাইরাল – চণ্ডীগড় থেকে মানালি যাওয়ার জাতীয় সড়কে সম্প্রতি ঘটেছে চরম বিপজ্জনক একটি ঘটনা। হাইওয়েতে গাড়ি চালাতে চালাতে স্টিয়ারিংয়ের উপরই মাথা রেখে ঘুমিয়ে পড়লেন এক তরুণ। গাড়িতে আর কেউ ছিলেন না। ভিডিয়োতে দেখা যায়, চালক ঘুমে এতটাই ডুবে ছিলেন যে পাশের গাড়ি ও ট্রাকের হর্নের শব্দেও তাঁর ঘুম ভাঙেনি।
ঘটনাটি ইনস্টাগ্রামে ‘আইঅজয়দীপ._’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, গাড়িটি প্রতি ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার গতিতে চলছিল। রাস্তা ছিল তুলনামূলকভাবে ফাঁকা, কিন্তু বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছিল।
পরিস্থিতি ভাঙতে কাছাকাছি আসা এক চালক ক্রমাগত হর্ন বাজিয়ে তরুণকে ঘুম ভাঙতে বাধ্য করেন। ঘুম ভাঙতেই তিনি চমকে যান এবং এরপর আবার গাড়ি চালাতে শুরু করেন। ভিডিয়োটি নেটপাড়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনদের মধ্যে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন এবং লিখেছেন, ‘‘ক্লান্তবোধ করলে গাড়ি থামিয়ে দেওয়াই উচিত ছিল। ভাগ্যিস রাস্তা ফাঁকা ছিল, না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত।’’

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top