নতুন বছরে চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি, পর্যটকদের আনন্দ

নতুন বছরে চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি, পর্যটকদের আনন্দ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দার্জিলিং -;নতুন বছরের শুরুতেই পাহাড়ের পর্যটকদের জন্য দারুণ খবর এসেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR) থেকে। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু করা হয়েছে জঙ্গল সাফারি। আপাতত সপ্তাহে দুই দিন, শনিবার ও রবিবার, টয়ট্রেনে এই সাফারি হবে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে এক বেসরকারি সংস্থার সাহায্যে নতুন বছরের দ্বিতীয় রবিবার থেকেই এই পরিষেবা শুরু হয়েছে। পর্যটকরা একেবারে প্যাকেজ সিস্টেমে জঙ্গল সাফারি উপভোগ করতে পারবেন।
এই সাফারিতে শিলিগুড়ি জংশন থেকে রওনা হয়ে ট্রেন গয়াবাড়ি পর্যন্ত যাবে। পথে দর্শনার্থীরা উত্তরবঙ্গের অন্যতম সংরক্ষিত বনাঞ্চল মহানন্দা দেখতে পাবেন। কপাল ভালো থাকলে ট্রেনে বসেই দেখা যাবে বুনো হাতির পাল, মুখ উঁচু করে দাঁড়িয়ে থাকা বুনো বাইসন, হরিণ কিংবা বাঘ।
গত সেপ্টেম্বরে চালু হওয়া জঙ্গল সাফারি ছিল রংটং পর্যন্ত। সেখানে নেমে চা বাগান ঘুরে দেখার ব্যবস্থা ছিল। তবে এবার চালু হওয়া জঙ্গল সাফারি আরও আকর্ষণীয়। সকাল ১০টায় শিলিগুড়ি জংশন থেকে ট্রেন রওনা হয়ে সরাসরি গয়াবাড়ি পৌঁছাবে। ট্রেনে ‘খেলনা গাড়ি’য় বসেই দেখা যাবে জঙ্গল ও চা বাগান। সাফারির সময়সূচিতে রয়েছে ব্রেকফাস্ট, দুপুরে গয়াবাড়িতে লাঞ্চ এবং সন্ধ্যায় মোমোর সঙ্গে চা বা কফি। ট্রেনের কামরায় থাকবেন মহিলা কর্মী, যা এক নিরাপদ এবং আরামদায়ক ডে-আউটিং নিশ্চিত করছে। প্রতি যাত্রীর জন্য ভাড়া নির্ধারিত হয়েছে ২ হাজার ২০০ টাকা। বিকেলে গয়াবাড়ি থেকে ফেরার ব্যবস্থা রয়েছে।
রবিবার প্রথম যাত্রার সূচনা করেন DHR-এর আধিকারিকরা। প্রথম দিনেই ২৬ জন যাত্রী যাত্রা করেছেন এবং তাঁরা ট্রেনের কামরার পরিবেশ এবং ব্যবস্থাপনায় সন্তুষ্ট। দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থার প্রধান সঞ্জয় গোস্বামী জানান, ‘প্রতি শনিবার ও রবিবার এই পরিষেবা চালু থাকবে। সরকারি ছুটির দিনেও সাফারি উপভোগ করা যাবে। আপাতত সাত বছরের চুক্তিতে আমরা এই জঙ্গল সাফারি পরিচালনা করব।’

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top