ফিজিওথেরাপিতে ধীরে ধীরে স্বাভাবিক পথে ফিরছে আলিপুরের জলহস্তী

ফিজিওথেরাপিতে ধীরে ধীরে স্বাভাবিক পথে ফিরছে আলিপুরের জলহস্তী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা  – আলিপুর চিড়িয়াখানার চার বছরের পুরুষ জলহস্তীটি স্নায়ুর সমস্যার কারণে পায়ের বল হারিয়ে ফেলেছিল। এর ফলে তার হাঁটাচলা বন্ধ হয়ে গিয়েছিল। ২০ দিন ধরে জলহস্তীটি মূলত জলে অবস্থান করছিল। মাঝে মাঝে খাওয়ার জন্য ডাঙায় উঠলেও শারীরিক অক্ষমতার কারণে সঠিকভাবে চলাফেরা করতে পারছিল না। জলহস্তীকে জলের বাইরে তুলে চিকিৎসার চেষ্টা করা হলেও কার্যকর হয়নি। তাই কর্তৃপক্ষ জলাশয়ের পাড়ে খাবারের সঙ্গে ওষুধ ব্যবহার করে চিকিৎসা শুরু করেছিল।
জলহস্তীর শারীরিক অবনতির বিষয়টি লক্ষ্য করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ বিশেষজ্ঞদের পরামর্শে মেডিক্যাল বোর্ড গঠন করে। বোর্ডে নন্দনকাননের চিকিৎসক এবং দেশের বিভিন্ন চিড়িয়াখানার জলহস্তী বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। তাঁদের পরামর্শে জলহস্তীর ফিজিওথেরাপি শুরু হয়। ইনফ্রারেড রে থেরাপি ব্যবহার করে স্নায়ুকে সক্রিয় করা হচ্ছে। সূত্রের খবর, এই থেরাপিতে ইতিমধ্যেই সুফল মিলছে।
রবিবার জলহস্তীটি নিজেই জলের মধ্যে হাঁটাচলা শুরু করেছে। কিছু সময়ের জন্য স্বেচ্ছায় জলাশয়ের পাড়ে উঠলেও বেশিক্ষণ থাকা সম্ভব হয়নি, ফলে আবার জলে নেমে গেছে। চিকিৎসকরা আশাবাদী, আরও কিছুদিন ফিজিওথেরাপি চললে জলহস্তীটি পুনরায় স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবে। আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, খুব শীঘ্রই সে সুস্থ হয়ে তার স্বাভাবিক জীবনে ফিরে আসবে।
মেডিক্যাল বোর্ডের একজন চিকিৎসক জানান, ইনফ্রারেড রে হল ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন যা নার্ভকে সক্রিয় করে। এই থেরাপি আরও এক সপ্তাহ চলবে এবং ধীরে ধীরে জলহস্তীর পায়ের বল ফিরে আসবে, যা তার স্বাভাবিক চলাচলে সহায়ক হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top