ভোটের আগে ডিজিটাল লড়াইয়ে তৃণমূল, ১০ হাজার ‘ডিজিটাল যোদ্ধা’ নিয়ে কনক্লেভে অভিষেক

ভোটের আগে ডিজিটাল লড়াইয়ে তৃণমূল, ১০ হাজার ‘ডিজিটাল যোদ্ধা’ নিয়ে কনক্লেভে অভিষেক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – চলতি বছরেই বাংলায় বিধানসভা নির্বাচন। ভোটের আগে রাজনৈতিক উত্তাপ বাড়ছে রাজ্যজুড়ে। এই পরিস্থিতিতে বিজেপির বিরুদ্ধে আরও আক্রমণাত্মক হতে ডিজিটাল ময়দানে নামছে তৃণমূল কংগ্রেস। বিজেপির তরফে একাধিক বাঙালি মনীষী সম্পর্কে কুকথা, এসআইআর-এর মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি, এমনকি মৃত্যুর অভিযোগ তুলে সরব হয়েছে শাসকদল। পাশাপাশি বাংলাকে আর্থিক বঞ্চনা, কেন্দ্রীয় অর্থ আটকে রাখা, বহু বাঙালিকে ‘বাংলাদেশি’ তকমা দেওয়া এবং বিজেপি-শাসিত রাজ্যগুলিতে পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের অভিযোগও তুলে ধরছে তৃণমূল।
এই সব অভিযোগের পাল্টা জবাব দিতে এবং বিজেপির প্রচার যুদ্ধের মোকাবিলায় সোমবার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে ১০ হাজারেরও বেশি ডিজিটাল যোদ্ধাকে নিয়ে কনক্লেভ আয়োজন করছে তৃণমূল কংগ্রেস। এই কনক্লেভে ডিজিটাল যোদ্ধাদের উদ্দেশে বার্তা দেবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিয়রে বিধানসভা নির্বাচন থাকায় এই কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে শাসকদল।
তৃণমূলের অভিযোগ, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে বিজেপি কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে। আইপ্যাকের অফিস ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের অফিসে ইডি হানার ঘটনায় সরাসরি বিজেপিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল, বিষয়টি গড়িয়েছে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট পর্যন্ত। একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে ভুয়ো তথ্য ছড়ানো, ভিন রাজ্যের ঘটনার ভিডিও বাংলার বলে চালানো এবং ফেক ভিডিও ছড়িয়ে রাজ্য ও বাঙালিদের বদনাম করার অভিযোগও তুলেছে তৃণমূল।
এদিকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বাংলার প্রায় ২ লক্ষ কোটি টাকার বেশি প্রাপ্য বকেয়া আটকে রাখার অভিযোগ নতুন নয়। এই সব বিষয়কে সামনে রেখেই বিজেপির বিরুদ্ধে আরও জোরালো ডিজিটাল লড়াইয়ে নামছে তৃণমূল। গত বছরের অক্টোবর মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করেন ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ কর্মসূচি। সেই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক তরুণ-তরুণী নাম নথিভুক্ত করেন। রেজিস্ট্রেশন ও স্ক্রিনিংয়ের পর বাছাই করা এই ডিজিটাল যোদ্ধাদেরই এবার কলকাতায় ডাকা হয়েছে।
সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে চলবে এই কনক্লেভ। এখানে ডিজিটাল যোদ্ধাদের কন্টেন্ট তৈরি, তথ্যভিত্তিক জবাব দেওয়া এবং সোশ্যাল মিডিয়ায় বিজেপির প্রচারের মোকাবিলা করার প্রশিক্ষণ দেওয়া হবে। বিধানসভা ভোটের আগে ডিজিটাল যুদ্ধে কীভাবে কাজ করতে হবে, তার স্পষ্ট গাইডলাইনও দেওয়া হবে বলে জানা গিয়েছে।
এদিন স্বামী বিবেকানন্দের জন্মদিনে প্রথমে সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি যোগ দেবেন বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে তৃণমূলের এই ডিজিটাল কনক্লেভে। ভোটের আগে ডিজিটাল ময়দানে এই শক্তি প্রদর্শন যে রাজনৈতিক লড়াইয়ে নতুন মাত্রা যোগ করতে চলেছে, তা বলাই বাহুল্য।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top