কলকাতা – সোমবার সকাল সকালই বাঘাযতীন রেল স্টেশনে আগুন লাগাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য। সকাল প্রায় ৬টা ৩০ মিনিট নাগাদ শিয়ালদহ থেকে গড়িয়াগামী ডাউন প্ল্যাটফর্মের একটি অস্থায়ী দোকানে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই সেই আগুন পাশের একাধিক দোকানে ছড়িয়ে পড়ে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা প্ল্যাটফর্ম এলাকা। ভোরের ব্যস্ত সময়ে ঘটনাটি ঘটায় যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়।
রেল সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার সময় প্ল্যাটফর্মে বহু যাত্রী ট্রেনের অপেক্ষায় ছিলেন। হঠাৎ আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে অনেকে প্রাণভয়ে দৌড়ে নিরাপদ জায়গায় সরে যান। দোকানগুলিতে থাকা দাহ্য সামগ্রী আগুন ছড়িয়ে পড়ার অন্যতম কারণ বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। ঘটনায় কয়েকটি অস্থায়ী দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। তবে স্বস্তির বিষয়, এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
ঘটনার খবর পেয়ে দ্রুত রেল পুলিশ ও স্টেশন কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছন। কিছুক্ষণের মধ্যেই দমকলের একাধিক ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকল কর্মীদের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নেভানোর সময় ঘন ধোঁয়ার কারণে সাময়িক ভাবে ট্রেন চলাচল ব্যাহত হয়। একাধিক লোকাল ট্রেন কিছু সময় দাঁড়িয়ে থাকে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে ট্রেন পরিষেবা চালু হয়।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি এবং দীর্ঘ সময় পরিষেবা ব্যাহত হওয়ার পরিস্থিতিও তৈরি হয়নি। আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিক ভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে বলে অনুমান দমকল ও রেল কর্তৃপক্ষের।
এই ঘটনার পর প্ল্যাটফর্মে থাকা অস্থায়ী দোকানগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বহু যাত্রী অভিযোগ করেছেন, দোকানগুলিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থার অভাব রয়েছে। রেল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, গোটা ঘটনার বিস্তারিত তদন্ত করা হবে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।




















