দেশ – নতুন বছরের শুরুতেই ভারতের মহাকাশ অভিযানে বড় পদক্ষেপ নিতে চলেছে ইসরো। সোমবার, ১২ জানুয়ারি অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ হতে চলেছে পিএসএলভি-সি৬২ মিশন। ইসরোর সবচেয়ে নির্ভরযোগ্য রকেট পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল এই অভিযানে কক্ষপথে বসাবে একটি উন্নত আর্থ অবজারভেশন স্যাটেলাইট এবং সঙ্গে আরও ১৪টি সহযাত্রী উপগ্রহ। ২০২৬ সালের প্রথম উৎক্ষেপণ হওয়ায় এই মিশনকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরা।
রবিবার দুপুর ১২টা ৪৮ মিনিটে শুরু হয়েছে এই উৎক্ষেপণের কাউন্টডাউন। মোট ২২ ঘণ্টা ৩০ মিনিটের এই কাউন্টডাউন শেষে সব কিছু ঠিক থাকলে সোমবার সকাল ১০টা ১৮ মিনিটে আকাশে উড়বে প্রায় ২৬০ টন ওজনের পিএসএলভি-সি৬২। গত বছর প্রযুক্তিগত পর্যবেক্ষণের কারণে একটি উৎক্ষেপণ বাতিল হওয়ায়, এই মিশনের সাফল্য ইসরোর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এই রকেটের প্রধান পে-লোড হল ‘ইওএস-এন১’, যার অন্য নাম ‘অন্বেষা’। এটি একটি আধুনিক আর্থ অবজারভেশন স্যাটেলাইট, যা পৃথিবীর কয়েকশো কিলোমিটার উপরে সূর্য-সমলয় মেরু কক্ষপথে স্থাপন করা হবে। এর মাধ্যমে ভূমি পর্যবেক্ষণ, পরিবেশ নজরদারি ও নানা বৈজ্ঞানিক কাজে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। পাশাপাশি নিউস্পেস ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে দেশি ও বিদেশি গ্রাহকদের ১৪টি ছোট উপগ্রহ একে একে কক্ষপথে ছাড়া হবে। উৎক্ষেপণের মাত্র ১৭ মিনিটের মধ্যেই এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা।
এই মিশনের আর একটি গুরুত্বপূর্ণ দিক হল কক্ষপথে পুনঃপ্রবেশ প্রযুক্তির পরীক্ষা। উৎক্ষেপণের প্রায় দু’ঘণ্টা পর রকেটের চতুর্থ ধাপ পিএস৪ পুনরায় চালু করে ‘কেস্ট্রেল ইনিশিয়াল টেকনোলজি ডেমনস্ট্রেটর’ নামের একটি রি-এন্ট্রি ক্যাপসুলের ডি-বুস্ট ও পৃথিবীর বায়ুমণ্ডলে প্রত্যাবর্তনের পরীক্ষা চালানো হবে। স্পেনের একটি স্টার্টআপ সংস্থার তৈরি প্রায় ২৫ কেজি ওজনের এই ক্যাপসুল এবং পিএস৪ ধাপ শেষ পর্যন্ত দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবতরণ করবে বলে ইসরো সূত্রে জানা গিয়েছে।
এ পর্যন্ত পিএসএলভি ৬৩টি সফল মিশন সম্পন্ন করেছে। চন্দ্রযান-১, মঙ্গলযান এবং আদিত্য-এল১-এর মতো ঐতিহাসিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এই রকেট। পিএসএলভি-সি৬২ হবে তার ৬৪তম উৎক্ষেপণ, যা আবারও প্রমাণ করবে ভারতের মহাকাশ কর্মসূচির মেরুদণ্ড হিসেবে পিএসএলভির গুরুত্ব।
সম্প্রতি এলভিএম-৩ রকেটে বিশ্বের সবচেয়ে ভারী লো আর্থ অরবিট পে-লোড বসানোর সাফল্যের পর, পিএসএলভি-সি৬২ মিশনের দিকে তাকিয়ে গোটা দেশের মহাকাশপ্রেমী মানুষ। নতুন বছরের শুরুতেই এই উৎক্ষেপণ ভারতের মহাকাশ অভিযাত্রাকে আরও এক ধাপ এগিয়ে দেবে বলে আশাবাদী বিজ্ঞানীমহল।



















