ভোরের অন্ধকারে রেড রোডে লরির তাণ্ডব, অল্পের জন্য রক্ষা পেল আম্বেদকরের মূর্তি

ভোরের অন্ধকারে রেড রোডে লরির তাণ্ডব, অল্পের জন্য রক্ষা পেল আম্বেদকরের মূর্তি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – ভোরের আলো ফোটার আগেই কলকাতার রেড রোডে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। সোমবার ভোরবেলায় মাল বোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রীতিমতো তাণ্ডব চালায় রাস্তায়। প্রত্যক্ষদর্শীদের মতে, কয়েক সেকেন্ডের ব্যবধানে বড়সড় বিপর্যয় ঘটতে পারত, তবে অল্পের জন্য প্রাণহানি এড়ানো গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোরের দিকে দ্রুত গতিতে রেড রোড ধরে এগোচ্ছিল লরিটি। আচমকাই চালক নিয়ন্ত্রণ হারান। প্রথমে রাস্তার ধারের একটি বাতিস্তম্ভে সজোরে ধাক্কা মারে লরিটি। প্রবল ধাক্কায় বাতিস্তম্ভটি ভেঙে পড়ে। কিন্তু সেখানেই থামেনি লরির গতি। ভাঙা বাতিস্তম্ভ টপকে লরি গিয়ে ধাক্কা দেয় রেড রোডের পাঁচিলে। এরপর ছুটে গিয়ে বি আর আম্বেদকরের মূর্তির সামনে এসে দাঁড়ায় লরিটি। কয়েক হাতের ব্যবধানে মূর্তিটি রক্ষা পায়, যা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
দুর্ঘটনার জেরে লরির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। ভিতরে আটকে পড়েন চালক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ময়দান থানার পুলিশ ও দমকল বাহিনী। দমকল কর্মীরা লরির গেট কেটে চালককে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শরীরের একাধিক জায়গায় আঘাত রয়েছে, তবে আপাতত তিনি বিপন্মুক্ত।
প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, গঙ্গাসাগরগামী একটি বাস হঠাৎ লরির সামনে চলে আসায় এই দুর্ঘটনা ঘটে। বাসটিকে বাঁচাতে গিয়ে চালক হঠাৎ ব্রেক কষেন এবং দিক ঘোরানোর চেষ্টা করেন। সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে লরি প্রথমে বাতিস্তম্ভে ধাক্কা মারে। যদিও অভিযোগ, ঘটনার পর ওই বাসটি দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।
এই দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য রেড রোডে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ লরিটি সরিয়ে রাস্তা স্বাভাবিক করে। ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটল, চালকের গতি ও পরিস্থিতি খতিয়ে দেখছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top