ভোটার তালিকা সংশোধনের নামে মানুষের হয়রানি, সুপ্রিম কোর্টে আলোচনার অপেক্ষা

ভোটার তালিকা সংশোধনের নামে মানুষের হয়রানি, সুপ্রিম কোর্টে আলোচনার অপেক্ষা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দিল্লি – বাংলার মানুষ ভোটার তালিকায় নিবিড় সংশোধনের (SIR) নামে হয়রানির শিকার হচ্ছেন। মঙ্গলবার এক আইনজীবী দ্রুত শুনানি চেয়ে শীর্ষ আদালতের (Supreme Court) দৃষ্টি আকর্ষণ করেন। অভিযোগ উঠেছে, এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে বাংলায় বিএলও (BLO) থেকে শুরু করে সাধারণ মানুষের মৃত্যুর খবরও মিলেছে। শুনানিতে অসুস্থ ও বয়স্করা বিশেষভাবে সমস্যায় পড়ছেন।
সংবাদ অনুযায়ী, সম্প্রতি ৬টি হিংসার ঘটনা ঘটেছে। ঠিক কোন ঘটনার জন্য আইনজীবী সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন, তা স্পষ্ট নয়। তবে প্রধান বিচারপতি সূর্যকান্ত (Justice Surya Kant) জানিয়েছেন, এই মুহূর্তে দ্রুত শুনানি সম্ভব নয়।
আগত সোমবার, ১৯ জানুয়ারি, পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানির দিনেই এই মামলার শুনানি হওয়ার কথা। এদিন দুপুরে বিহার এসআইআর মামলার শুনানির সময় আইনজীবীর বক্তব্য শোনা হবে বলে জানা গেছে। বাংলার ভোটার তালিকায় সংশোধনের নামে মানুষের হয়রানির ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টের তদারকি এবং শীর্ষ পর্যায়ে আলোচনার অপেক্ষা এখন সকলের নজর কাড়ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top