কলকাতা – মঙ্গলবার সকালে শহরে ফের এক ভয়াবহ পথ দুর্ঘটনা। পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটির দিকে যাওয়ার পথে তপসিয়া মোড়ে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি সরকারি বাস। যাত্রী বোঝাই বাসটি উল্টে পড়তেই মুহূর্তের মধ্যে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসের ভিতর আটকে পড়া যাত্রীরা চিৎকার শুরু করেন।
দুর্ঘটনার পর বাসটির দরজা উপরের দিকে উঠে যাওয়ায় প্রথমে যাত্রীদের বের করা সম্ভব হচ্ছিল না। সেই সময় দ্রুত এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। বাসের পিছনের জানলা ভেঙে একে একে যাত্রীদের উদ্ধার করা হয়। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হন বলে জানা গেছে।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাঁদের চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের কন্ডাক্টরও দুর্ঘটনার সময় গেটের কাছে আটকে পড়েছিলেন। পরে তাঁকেও উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয়দের তৎপরতায় প্রাথমিক উদ্ধারকাজ শুরু হলেও কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বাসটি দ্রুত গতিতে চলছিল কি না বা কোনও যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই সময় একটি দ্রুতগতির বাইক বাসের সামনে পড়ে যায়। তাকে পাশ কাটাতে গিয়ে বাসটি ডানদিকে মোড় নেয় এবং সেই মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের রেলিং ভেঙে উল্টে যায়। দুর্ঘটনার সময় বিকট শব্দে বাসের একটি টায়ার ফেটে যায় বলেও দাবি করেছেন তাঁরা।
উল্টে যাওয়া বাসের জেরে তপসিয়া মোড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। সকালবেলার এই দুর্ঘটনায় শহরের যান চলাচল বেশ কিছুক্ষণ ব্যাহত হয়।




















