বাংলার গর্ব প্রিন্সিপ্রিয়া ভৌমিক: জিতলেন জুনিয়র মিস ইন্ডিয়ার খেতাব

বাংলার গর্ব প্রিন্সিপ্রিয়া ভৌমিক: জিতলেন জুনিয়র মিস ইন্ডিয়ার খেতাব

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


মালদা – বাংলার জয় জয়কার। জুনিয়র মিস ইন্ডিয়ার (Junior Miss India) খেতাব জিতেছেন বাংলার কিশোরী প্রিন্সিপ্রিয়া ভৌমিক। ১৫-১৬ বছর বয়সিদের বিভাগে দেশের সেরার শিরোপা তাঁর মুকুটে। মালদহ জেলার ইংরেজবাজার (English Bazar) শহরের বাসিন্দা প্রিন্সিপ্রিয়া সেন্ট জেভিয়ার্স স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী। বাবা সুরজিৎ ভৌমিক ব্যবসায়ী। জয়পুর থেকে বাড়ি ফেরার পর থেকেই এলাকায় উচ্ছ্বাস ছড়িয়েছে। প্রতিবেশী থেকে আত্মীয় সবাই অভিনন্দন জানাচ্ছেন জুনিয়র মিস ইন্ডিয়া চ্যাম্পিয়নকে।
প্রতিযোগিতার আয়োজন হয়েছিল জয়পুরের ক্লার্ক আমেরে (Clarks Amer) এ। দেশের ২৫টি রাজ্য থেকে ৫ থেকে ১৬ বছর বয়সি বাছাই করা প্রতিযোগীরা অংশ নেন। মোট ১৭২ জন ফাইনালিস্টের মধ্যে নিজের জায়গা পাকা করেন প্রিন্সিপ্রিয়া। বিচারকের আসনে ছিলেন ‘উরি’ খ্যাত অভিনেত্রী রিভা অরোরা, মিস সুপ্রানেশনাল ইন্ডিয়া শেফালি সুদ, টেলিভিশন সাংবাদিক অলোক শ্রীবাস্তব, প্রখ্যাত আইপিএস আধিকারিক ডঃ প্রশান্ত চৌবে, ফ্যাশন ডিজাইনার কৃতি রাঠোর, কাস্টিং ডিরেক্টর শোভা গোরি এবং আন্তর্জাতিক শিক্ষাবিদ উন্নতি সিংসহ অন্যান্য বিশিষ্টরা।
বাংলার আরও কয়েকজন কিশোরীর সাফল্যও নজর কেড়েছে। আসানসোলের আরোহী চট্টোপাধ্যায় (৮-১০ বছর বিভাগ) বিজয়ী হন। একই বিভাগে ফার্স্ট রানার-আপ হয় মালদহের ঘোড়াপীর এলাকার মধুপর্ণা সিদ্ধান্ত। বাংলার ঐতিহ্যবাহী ছিন্নমস্তা কালী মুখোশে মধুপর্ণা কৃতিত্ব অর্জন করেছেন। মধ্যমগ্রামের সুহানি নন্দী ৫-৭ বছর বিভাগে প্রথম রানার্স-আপ হয়।
সাফল্যের পর প্রিন্সিপ্রিয়া বলেছেন, “এই জয়কে আমি পরিবারের জয় বলেই মনে করি। পরিবার সব সময় পাশে ছিল। পড়াশোনার সঙ্গে সঙ্গে দেশের জন্য কিছু করতে চাই। ভবিষ্যতে আন্তর্জাতিক স্তরের কোনও প্রতিযোগিতায় অংশ নেওয়ার লক্ষ্য রয়েছে। তার জন্য পরিশ্রম চালিয়ে যাব, পড়াশোনাও চলবে।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top