বিনোদন – একদিকে টেলিভিশন সিরিয়ালের ব্যস্ত শিডিউল, অন্যদিকে উইনডোজ প্রযোজনার ছবি ভানুপ্রিয়া ভূতের হোটেল-এ গুরুত্বপূর্ণ উপস্থিতি—সব মিলিয়ে এই মুহূর্তে কেরিয়ারের সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন স্বস্তিকা দত্ত। গত বছর থেকেই তাঁর কেরিয়ার গ্রাফ ঊর্ধ্বমুখী। ব্যক্তিগত জীবনে একাধিক ওঠাপড়া থাকলেও নিজের স্বপ্নকে কখনও বিসর্জন দেননি অভিনেত্রী। অবশেষে ১২ বছর পর পূরণ হতে চলেছে সেই বহুদিনের লালিত স্বপ্নের কথা নিজেই জানালেন তিনি।
ছোটপর্দার হাত ধরেই অভিনয় জীবনের শুরু স্বস্তিকার। পরবর্তীতে রাজ চক্রবর্তীর ছবিতে অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় নজর কাড়েন তিনি। ধারাবাহিক, সিনেমা ও ওয়েব সিরিজ—সব মিলিয়ে গত কয়েক বছরে নানা ধরনের চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন অভিনেত্রী। একজন শিল্পীর কাছে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া যেমন স্বপ্নের, তেমনই এবার নিজের জীবনের একান্ত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চলেছেন স্বস্তিকা।
সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী, যেখানে তাঁকে একটি ফাঁকা বাড়ির খোলা বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। সেই ছবির ক্যাপশনে স্বস্তিকা লেখেন, ‘স্বস্তিকাকে কতজন চেনেন আপনারা? আমি অভিনেত্রী স্বস্তিকা দত্তের কথা বলছি না, আমি স্বস্তিকার কথা বলছি। জীবনে মানুষ এসেছে, বিদায় নিয়েছে। আমি কাউকে আটকাইনি। কথায় আছে, যেতে চায় যে, তাকে কে আটকাতে পারে।’ তাঁর এই কথাতেই যেন ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার ছাপ স্পষ্ট।
পোস্টে স্বস্তিকা আরও লেখেন, ‘কিন্তু আমার এই স্বপ্নটাকে আমি কোনওদিনও যেতে দিইনি। স্ট্রাগল আমিও করেছি—মানসিক, শারীরিক, ব্যক্তিগত। বহুদিন ধরে দেখা স্বপ্ন একদিন আচমকা সত্যি হয়ে যায়।’ নিজের স্বপ্নকে আগলে রাখার কথাও বলেন অভিনেত্রী। তাঁর মতে, নিজের স্বপ্নের জায়গায় সবাইকে ঢুকতে দেওয়া উচিত নয়—ওটা একান্ত নিজের থাকা দরকার।
আসলে স্বস্তিকা নিজের একটি ফ্ল্যাট কিনেছেন—এই সুখবরটাই তিনি ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। যদিও এখনও সেই বাড়ি পুরোপুরি সাজানো হয়নি। অভিনেত্রীর আক্ষেপ, যদি নিজের স্বপ্নকে আগে প্রাধান্য দিতেন, তাহলে হয়তো এই স্বপ্নপূরণে ১২ বছর সময় লাগত না। তাঁর কথায় উঠে এসেছে পরিবারকেও নিজের পৃথিবীর অঙ্গ হিসেবে দেখার অনুভূতি।
স্বস্তিকার এই পোস্টে অনেকেই তাঁর ব্যক্তিগত জীবনের ইঙ্গিত খুঁজে পাচ্ছেন। কয়েক বছর আগে গায়ক শোভনের সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে যায়। সেই কঠিন সময় কাটিয়ে আবার নিজের পায়ে দাঁড়িয়েছেন অভিনেত্রী। শোভন এখন অন্য জীবনে এগোলেও স্বস্তিকা নিজেকে সিঙ্গল বলেই দাবি করেন। আপাতত তাঁর সমস্ত মনোযোগ কেরিয়ার ও নিজের স্বপ্নের দিকেই।



















