রাজ্য – দক্ষিণবঙ্গ থেকে আপাতত শীত বিদায় নিচ্ছে না। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মকর সংক্রান্তির পর থেকেই ফের সক্রিয় হচ্ছে উত্তুরে হাওয়া। ফলে আগামী কয়েক দিন জুড়েই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে ঠান্ডার দাপট বজায় থাকবে। অন্তত আগামী সাত দিনে সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, মাঘের শুরুতেও শীতের অনুভূতি স্পষ্ট থাকবে দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকার সম্ভাবনা। কলকাতায় রাতের তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পশ্চিমের জেলা বাঁকুড়া ও বীরভূমে শীতের কামড় আরও বেশি অনুভূত হবে বলে পূর্বাভাস।
বুধবার থেকে দক্ষিণবঙ্গে পারদ আরও কিছুটা নামতে পারে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার প্রভাব থাকবে প্রায় সব জেলাতেই। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। বিশেষ করে উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় কুয়াশার দাপট বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
আপাতত কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্কই থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনার কথা জানায়নি হাওয়া অফিস।
উত্তরবঙ্গেও শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশার প্রভাব। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। অন্য জেলাগুলিতে রাতের তাপমাত্রা ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গেও রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।




















