হাসপাতালে ভর্তি ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ করিমুল হক, দেখা করতে গেলেন দেব

হাসপাতালে ভর্তি ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ করিমুল হক, দেখা করতে গেলেন দেব

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

জলপাইগুড়ি – পদ্মশ্রী প্রাপ্ত ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ করিমুল হকের জীবনী বড় পর্দায় তুলে ধরার কথা ঘোষণা করেছেন তারকা-সাংসদ দেব। ইতিমধ্যেই সেই ছবির পোস্টার প্রকাশ্যে এসেছে। এর মাঝেই আচমকা অসুস্থ হয়ে পড়লেন জলপাইগুড়ির সমাজসেবী করিমুল হক। বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে ইতিমধ্যেই তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, এখন আগের তুলনায় অনেকটাই ভালো আছেন করিমুল হক। চিকিৎসকরা তাঁকে উঠে বসার অনুমতিও দিয়েছেন।
মঙ্গলবার বিকেলে হাসপাতালে গিয়ে করিমুল হকের সঙ্গে দেখা করেন দেব। বেশ কিছুক্ষণ তাঁর সঙ্গে সময় কাটান সাংসদ-অভিনেতা। পরে সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন দেব। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “দ্রুত সুস্থ হয়ে ওঠো করিমদা। তোমার জন্য প্রার্থনা জানাচ্ছি। তুমিই তো আমাদের বাস্তবের অ্যাম্বুল্যান্স দাদা।”
উল্লেখ্য, জলপাইগুড়ি জেলার রাজাডাঙার ধলাবাড়ির বাসিন্দা করিমুল হক বছরের পর বছর নিঃস্বার্থভাবে সমাজসেবা করে চলেছেন। শহর থেকে বহু দূরের প্রান্তিক এলাকার অসুস্থ মানুষদের চিকিৎসার জন্য নিজের বাইককেই অ্যাম্বুল্যান্স হিসেবে ব্যবহার করতেন তিনি। মুমূর্ষু রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে অগণিত প্রাণ বাঁচিয়েছেন করিমুল।
এই মানবিক সমাজসেবার স্বীকৃতি স্বরূপ ২০১৭ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। ২০২০ সালেই তাঁর জীবনের গল্প নিয়ে ছবি তৈরির কথা শোনা গিয়েছিল। পরে সেই ছবির স্বত্ব কিনে নেন প্রযোজক দেব। ছবির প্রধান চরিত্রে অভিনয় করবেন দেব নিজেই। সব ঠিক থাকলে চলতি বছরের আগস্ট মাসে ছবিটি মুক্তি পাওয়ার কথা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top