ছত্তিশগড়ে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি, কেন্দ্রীয় কর্মীরাও পাচ্ছেন সুখবর

ছত্তিশগড়ে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি, কেন্দ্রীয় কর্মীরাও পাচ্ছেন সুখবর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দেশ – বাংলার সরকারি কর্মীরা বর্তমানে চাতক পাখির মতো রাজ্য সরকার ও সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছেন। একদিকে ডিএ মামলার রায় এখনও হয়নি, অন্যদিকে সপ্তম পে কমিশন সম্পর্কেও কোনো আপডেট নেই। এ অবস্থায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ইতিমধ্যেই অষ্টম পে কমিশন কার্যকর হয়েছে। খুব শীঘ্রই ফের এক দফায় ডিএ বাড়ছে কেন্দ্রের কর্মীদেরও।
এই আবহে ছত্তিশগড়ে রাজ্য সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই জানিয়েছেন, ফের এক দফায় তিন শতাংশ ডিএ বৃদ্ধি দেওয়া হচ্ছে। এর ফলে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মূল বেতনের ৫৮% হয়ে গেছে। উল্লেখ্য, এতদিন তারা ৫৫% হারে ডিএ পাচ্ছিলেন। আগের বার ২০২৫ সালের আগস্টে ২% বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল।
এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রায় ৩.৯ লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হবেন। ডিএ বৃদ্ধির কারণে তাদের মাসিক বেতনও বাড়বে, যা মুদ্রাস্ফীতি সামলাতে সহায়ক হবে। বছরের শুরুতেই এই ঘোষণায় সরকারি কর্মীরা স্বাভাবিকভাবেই সন্তুষ্টি প্রকাশ করেছেন।
এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্যও সুখবর আসতে চলেছে। বিভিন্ন মিডিয়া রিপোর্টে বলা হচ্ছে, কেন্দ্র শীঘ্রই ডিএ বৃদ্ধির ঘোষণা দিতে পারে। অনুমান করা হচ্ছে, এই দফায় ২% ডিএ বৃদ্ধি পেলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মোট মহার্ঘ ভাতা ৫৮% থেকে বেড়ে ৬০% হবে। ফলে রাজ্য ও কেন্দ্র—দু’পক্ষেই কর্মীদের আর্থিক পরিস্থিতিতে কিছুটা শিথিলতা আসবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top