ভোটের মুখে কলকাতায় সিবিআই তল্লাশি, ব্যাঙ্ক জালিয়াতি মামলায় শহরের পাঁচ জায়গায় অভিযান

ভোটের মুখে কলকাতায় সিবিআই তল্লাশি, ব্যাঙ্ক জালিয়াতি মামলায় শহরের পাঁচ জায়গায় অভিযান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – শিয়রে বিধানসভা নির্বাচন, তার মধ্যেই কলকাতায় ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা। বৃহস্পতিবার সকালে ব্যাঙ্ক জালিয়াতি মামলায় কলকাতা ও সংলগ্ন এলাকায় একযোগে তল্লাশি অভিযান শুরু করল সিবিআই। শহরের মোট পাঁচটি জায়গায় এই অভিযান চালানো হচ্ছে বলে সূত্রের খবর। নিউ আলিপুরে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় সিবিআই। ওই আবাসনের পাঁচতলার একটি ফ্ল্যাটে সকাল থেকেই তল্লাশি শুরু হয়েছে।
কিছুদিন আগেই শহরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযানে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে উঠেছিল। সেই ঘটনার রেশ এখনও কাটেনি। তার মধ্যেই ফের সিবিআইয়ের এই অভিযান রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে বিধানসভা ভোটের আবহে কেন্দ্রীয় সংস্থার এই তৎপরতা নতুন করে চর্চা শুরু করেছে।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, ব্যাঙ্কের সঙ্গে প্রতারণা সংক্রান্ত আর্থিক দুর্নীতির অভিযোগে বৃহস্পতিবার ভোরে অভিযান শুরু হয়। আলিপুর নিউ রোড, নিউ আলিপুর এবং নিউটাউন-সহ মোট পাঁচটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। যদিও এখনও পর্যন্ত বড় অঙ্কের কোনও নগদ টাকা উদ্ধার হয়েছে বলে জানা যায়নি। তবে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আর্থিক লেনদেন, টাকার উৎস এবং কোথায় সেই টাকা সরবরাহ করা হয়েছে—সেসব খতিয়ে দেখতে নথিপত্র পরীক্ষা করছেন তদন্তকারীরা।
সূত্রের খবর, বৃহস্পতিবার ভোর সাড়ে ছ’টা নাগাদ অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে সিবিআইয়ের পাঁচটি পৃথক তদন্তকারী দল শহরের বিভিন্ন এলাকায় পৌঁছয়। এরপরই একযোগে তল্লাশি অভিযান শুরু হয়। সিবিআইয়ের দাবি, ব্যাঙ্কিং ব্যবস্থাকে ব্যবহার করে বড় অঙ্কের আর্থিক অনিয়ম ও প্রতারণার অভিযোগ রয়েছে কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে। সেই অভিযোগের সত্যতা যাচাই করতেই এই অভিযান।
তদন্তকারীরা এটাও খতিয়ে দেখছেন, এই আর্থিক অনিয়মের সঙ্গে হাওলা চক্রের কোনও যোগ রয়েছে কি না এবং ওই টাকা বিদেশে পাচার করা হয়েছে কি না। যদিও তদন্তের স্বার্থে এই বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সিবিআই।
কলকাতায় ফের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সক্রিয়তা দেখে আতঙ্কিত অনেকেই। কারণ, কিছুদিন আগেই আইপ্যাকের অফিস ও কর্ণধারের বাড়িতে ইডির হানাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র ঝড় উঠেছিল। সেই ঘটনায় কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছিল। তার পরপরই শহরের বুকে পাঁচ জায়গায় সিবিআইয়ের এই তল্লাশি অভিযান সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক মহলেও চমক সৃষ্টি করেছে।
সব মিলিয়ে, বিধানসভা নির্বাচনের মরশুমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই হানা রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বাড়তি গুরুত্ব পাচ্ছে। তদন্তের অগ্রগতির দিকে এখন নজর সকলের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top