রাজ্য – স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা কিছুটা কম থাকলেও কলকাতা ও দক্ষিণবঙ্গে এখনও জাঁকিয়ে শীতের আমেজ নেই। মকর সংক্রান্তির পর মাঘের শুরুতে সকাল ও সন্ধ্যায় হালকা ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়তেই শহরে গরমের ছোঁয়া লাগছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে গোটা রাজ্যেই ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। ফলে মাঘের শুরুতেই শীত বিদায়ের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। পারদ স্বাভাবিকের থেকে কিছুটা নীচে থাকলেও এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে মাঘের শুরুটা তুলনামূলক ঠান্ডা থাকলেও ধীরে ধীরে উষ্ণতা বাড়বে।
আবহাওয়াবিদদের মতে, আগামী চারদিন দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। তবে তার পরের তিন দিনে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই এই উষ্ণতার প্রভাব পড়বে। অর্থাৎ সপ্তাহান্ত থেকেই শীতের দাপট অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
শীতের পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকালবেলা কুয়াশার দাপট বজায় থাকবে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় রাস্তাঘাটে চলাচলে সমস্যা হতে পারে। যদিও সূর্য ওঠার পর ধীরে ধীরে কুয়াশা কেটে যাবে। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের ইঙ্গিত অনুযায়ী, শনি ও রবিবার নাগাদ কুয়াশার প্রভাব আরও বাড়তে পারে। হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
কলকাতায় আপাতত সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। দক্ষিণবঙ্গের কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া—কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই।
অন্যদিকে উত্তরবঙ্গে শীত এখনও যথেষ্ট দাপুটে। পাহাড় ও সমতল—দুই এলাকাতেই তাপমাত্রা কম রয়েছে। দার্জিলিংয়ে গত কয়েক দিন ধরে রাতের পারদ ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। আগামী দিনে তা আরও কিছুটা কমতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের।
জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও সকালে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও উত্তর দিনাজপুরে দৃশ্যমানতা নেমে আসতে পারে ৫০ মিটারের কাছাকাছি। এই সব জেলাতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। সমতলের জেলাগুলিতে রাতের পারদ ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। আপাতত উত্তর ও দক্ষিণ—কোনও অংশেই বৃষ্টির পূর্বাভাস নেই।
সব মিলিয়ে, পৌষের শেষে সামান্য শীতের আমেজ থাকলেও মাঘের শুরুতেই দক্ষিণবঙ্গে শীত বিদায়ের সুর স্পষ্ট। তবে আগামী কয়েক দিন কুয়াশার দাপট রাজ্যবাসীকে ভোগাতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।




















