রাজ্য – রাজ্যের খাদ্য দফতরের ধান সংগ্রহ অভিযান উল্লেখযোগ্য অগ্রগতিতে রয়েছে। চলতি খরিফ মরসুমে সরকারি সহায়ক মূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছ থেকে গত আড়াই মাসে প্রায় ৩০ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। খাদ্য দফতরের বিবৃতিতে জানানো হয়েছে, মোট ১৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪ জন কৃষকের কাছ থেকে ২৯ লক্ষ ৯৫ হাজার ৮৮৯ মেট্রিক টন ধান ইতিমধ্যেই সংগ্রহ সম্পন্ন হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলার ক্রয়কেন্দ্রগুলিতে প্রতিদিন কৃষকদের ভিড় বাড়ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, চলতি খরিফ মরসুমের ধান সংগ্রহ অভিযান ১ নভেম্বর থেকে শুরু হয়। এবারের লক্ষ্য নির্ধারিত হয়েছে মোট ৬৪ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ করা। সেই লক্ষ্য পূরণে ক্রয়কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি দ্রুত পেমেন্ট ব্যবস্থা ও অনলাইন নথিভুক্তিকরণ প্রক্রিয়াকে আরও কার্যকর করা হয়েছে। কৃষক মহলের একাংশের মতে, সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রির সুযোগ থাকায় মধ্যস্বত্বভোগীদের উপর নির্ভরতা অনেকটাই কমেছে। এতে বাজার দরের ওঠানামার ঝুঁকিও কিছুটা কমেছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে আগামী সপ্তাহগুলিতে আরও দ্রুত গতিতে ধান সংগ্রহ অভিযান চালানো হবে। এই পদক্ষেপে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সরাসরি উপকৃত হচ্ছেন এবং সরকারি সহায়ক মূল্যের সুবিধা ভোগ করছেন।




















