এসআইআর ইস্যুতে রাজ্যপালকে রাস্তায় নামার পাঠ দিলেন শমীক ভট্টাচার্য

এসআইআর ইস্যুতে রাজ্যপালকে রাস্তায় নামার পাঠ দিলেন শমীক ভট্টাচার্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়ার মধ্যে রাজ্যে চলমান অশান্তি ও জটিলতার প্রেক্ষাপটে শনিবার রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য ফের সরব হলেন। বিএলও-দের বিক্ষোভ, গণইস্তফা ও অন্যান্য ঘটনার প্রসঙ্গ তুলে তিনি সাংবাদিক সম্মেলনে রাজ্যপালের প্রতি স্পষ্ট বার্তা দেন, “রাজ্যপাল শুধু বসে থাকলে হবে না। একটু রাস্তায় বেরিয়ে দেখুন, রাজভবন থেকে বেরিয়ে আসুন।”
শমীক উল্লেখ করেন, রাজ্যপাল সিভি আনন্দ বোস শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকলেও এখন অনেকটা সুস্থ। তাই তিনি এখন রাজ্যের পরিস্থিতি সরাসরি দেখুন—এটাই আমরা চাই। শমীক আরও বলেন, রাজ্যপালকে শুধু সংবিধান রক্ষার দায়িত্ব পালন নয়, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে হবে। দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও বীরভূম জেলা ঘুরে মানুষের সঙ্গে কথা বলা উচিত।
গত অক্টোবর থেকে রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ শুরু হলেও নানা জটিলতা দেখা দিয়েছে। শমীক ভট্টাচার্য দাবি করেছেন, খোদ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নিজে রাজ্যে এসে পরিস্থিতি দেখুন। যদিও এই সময়ে নির্বাচনী দপ্তর থেকে বিশেষ পর্যবেক্ষক ও তদারকি টিম পাঠানো হয়েছে, শমীকের মতে তা যথেষ্ট নয়। সাংবাদিক বৈঠকে তিনি পুনরায় বলেন, “জ্ঞানেশ কুমারকে দিল্লিতে বসে থাকলে হবে না। কলকাতায় আসুন। রাজপথে হাঁটুন এবং সাধারণ মানুষের দাবি শুনুন। বিএলও-দের ইস্তফার বিষয়ও খতিয়ে দেখুন।”
শমীক আরও বলেন, লোকভবনে খোলা ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম কার্যকরী নয়। তিনি মনে করান, রাজ্যপালকে রাজভবন থেকে বেরিয়ে আসতে হবে এবং সরাসরি মানুষের সঙ্গে সংলাপ করতে হবে। বাংলার সাংবিধানিক ব্যবস্থা যাতে কার্যকর থাকে, সেটাই মূল উদ্দেশ্য। এই বার্তায় স্পষ্ট হয়ে যায়, SIR ইস্যুতে রাজনৈতিক চাপের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ ও প্রশাসনিক তদারকিও শীর্ষ অগ্রাধিকার পাচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top