‘আবার জিতবে বাংলা’ কর্মসূচিতে নদিয়ায় অভিষেক, কৃষ্ণনগরে রোড শো ও এসআইআর ইস্যুতে তীব্র আক্রমণ

‘আবার জিতবে বাংলা’ কর্মসূচিতে নদিয়ায় অভিষেক, কৃষ্ণনগরে রোড শো ও এসআইআর ইস্যুতে তীব্র আক্রমণ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


নদিয়া- ‘আবার জিতবে বাংলা’ কর্মসূচিতে রবিবার নদিয়া জেলায় যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বহরমপুরে রোড শো করার পর রবিবার কৃষ্ণনগরের চাপড়ার শ্রীনগর মোড়ে রোড শো করার কথা তাঁর। এই কর্মসূচিকে কেন্দ্র করে জেলা রাজনীতিতে তৎপরতা বেড়েছে।
গোটা জানুয়ারি মাস জুড়ে জেলায় জেলায় ‘রণসংকল্প যাত্রা’ চালাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোথাও জনসভা, কোথাও পদযাত্রা, আবার কোথাও রোড শোর মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন তিনি। কর্মসূচির মাঝেই কখনও ভিড়ের মধ্যে জরুরি পরিষেবার গাড়িকে রাস্তা করে দিচ্ছেন, আবার সভা বা রোড শো চলাকালীন কারও অসুস্থতার খবর পেলে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন—এমন একাধিক ছবি সামনে এসেছে।
রবিবার কৃষ্ণনগরের কর্মসূচিতে বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর ইস্যুতে এখানেও তাঁর কণ্ঠস্বর আরও চড়া হতে পারে বলে দলীয় সূত্রে খবর। দুপুর দেড়টা থেকে রোড শো শুরু হওয়ার কথা রয়েছে।
এই রোড শো থেকেই আসন্ন বিধানসভা নির্বাচনে নদিয়া জেলা নিয়ে দলের লক্ষ্য কী, সেই বার্তাও দিতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচির দিকে নজর থাকবে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি রাজনৈতিক মহলেরও।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top