রাজ্য – কথায় আছে মাঘের শীত বাঘের গায়ে, কিন্তু চলতি বছরে মাঘ মাসে তেমন হাড়কাঁপানো শীতের দেখা মিলছে না কলকাতায়। তাপমাত্রার পারদ ঘোরাফেরা করছে ১২ থেকে ১৩ ডিগ্রির মধ্যে। শীতের আমেজ থাকলেও কনকনানি ঠাণ্ডার অনুভূতি নেই। দক্ষিণবঙ্গের পশ্চিমের কয়েকটি জেলায় তুলনামূলকভাবে কিছুটা ঠাণ্ডা টের পাওয়া গেলেও গত ডিসেম্বরের তুলনায় তাপমাত্রা ইতিমধ্যেই কিছুটা বেড়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে বুধবার পর্যন্ত তাপমাত্রা আরও বাড়বে। সর্বনিম্ন ও সর্বোচ্চ—দু’ধরনের তাপমাত্রাই প্রায় ৩ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও তা ১১ থেকে ১৩ ডিগ্রির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। জেলার বিভিন্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিনে কলকাতার পাশাপাশি জেলার তাপমাত্রাও বাড়বে। দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গেও সোমবারের পর থেকে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বর্তমানে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা বাদ দিলে বেশিরভাগ জায়গায় তাপমাত্রা রয়েছে ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আবহাওয়াবিদদের মতে, শহর কলকাতায় আপাতত উত্তুরে হাওয়ার দাপট না থাকায় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তবে ঠাণ্ডার প্রকোপ কমলেও কুয়াশার দাপট রয়ে গেছে। উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় কুয়াশার সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের নদীয়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতেও কুয়াশার দাপট চলবে বলে জানানো হয়েছে।



















