রাজ্য – সিঙ্গুরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে ‘উন্নয়নের’ বুলি আওড়াচ্ছেন, তাতে তৃণমূল কংগ্রেস সরাসরি প্রশ্ন তুলেছে—কোন উন্নয়ন? দিল্লিতে বিষাক্ত বাতাস, ইন্দোরে দূষিত জলে মানুষের মৃত্যু, রেকর্ড বেকারত্ব, ভেঙে পড়া পরিকাঠামো, মূল্যবৃদ্ধি, ব্যর্থ বিদেশনীতি ও যুবসমাজের আত্মহত্যা—এসব কি মোদির উন্নয়নের পরিচায়ক?
তৃণমূলের দাবি, বাংলায় প্রকল্প রূপায়ণ করতে চাইলেও কেন্দ্র রাজ্যকে উদ্দেশ্যমূলকভাবে হেনস্থা করছে। ১.৯৬ লক্ষ কোটি টাকার পাওনা আটকে রাখা হয়েছে, যার ফলে মানুষের আবাস, কর্মসংস্থান, স্বাস্থ্য পরিষেবা ও মর্যাদায় প্রভাব পড়ছে। সব বাধা পেরিয়ে তবু বাংলা উন্নয়নের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে।
উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে তৃণমূল বলছে—রাজ্যে ২ কোটিরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, বেকারত্ব ৪০ শতাংশ কমেছে, জিএসডিপি ৪.৪১ গুণ বেড়ে ২০.৩১ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। মাথাপিছু আয় প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। ১.৭২ কোটি মানুষকে দারিদ্র্যসীমা থেকে মুক্তি দেওয়া হয়েছে। মূলধনী, পরিকাঠামোগত ও সামাজিক পরিকাঠামো শক্তিশালী হয়েছে। রাজ্যের নিজস্ব রাজস্ব আদায় ৫.৩৩ গুণ বৃদ্ধি পেয়েছে। কারখানা ও কোম্পানিগুলো উন্নতি করছে, মুনাফা বেড়েছে ৫৪৬ শতাংশ।
সবমিলিয়ে তৃণমূলের অভিযোগ—মোদিজির আসল সমস্যা বাংলার অর্থনীতির উন্নয়ন নয়, বরং বাংলার মাথা নত না হওয়ায় কেন্দ্র তার অপপ্রচারে ব্যস্ত।




















