নন্দীগ্রামে ঘাসফুলের শিবিরের জয়, সমবায় নির্বাচনে বিরোধী দল শূন্য হাতে

নন্দীগ্রামে ঘাসফুলের শিবিরের জয়, সমবায় নির্বাচনে বিরোধী দল শূন্য হাতে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


পূর্ব মেদিনীপুর – সুভেন্দু অধিকারীর খাসতালুক বলে পরিচিত নন্দীগ্রামে ফের একবার ঘাসফুল শিবিরের দাপট দেখল সবাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের রেশ কাটতে না কাটতেই সমবায় নির্বাচনে বিরোধী পক্ষকে ধুয়ে মুছে সাফ করে দিল তৃণমূল কংগ্রেস। রবিবার নন্দীগ্রাম-২ ব্লকের আমদাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ১২টি আসনের সবকটিতেই বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা।
বিরোধী দলনেতার গড়ে পদ্ম শিবিরের এই শোচনীয় পরাজয় রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। একটিমাত্র আসনেও খাতা খুলতে পারেনি বিজেপি বা সিপিএম।
এদিন সকাল থেকেই নির্বাচনের পরিবেশে উত্তেজনা ছিল টানটান। ভোটগ্রহণের সময় মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। কড়া নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পর বিকেলে ফল প্রকাশিত হলে দেখা যায়, ১২টি আসনেই ফুটেছে ঘাসফুল। জানা গেছে, মোট ৯০০ ভোটারের মধ্যে প্রায় ৮৯ শতাংশ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে একটি আসন মহিলা সংরক্ষিত এবং দু’টি তপশিলি জাতির জন্য সংরক্ষিত ছিল। ফল ঘোষণার পর তৃণমূল কর্মীরা সবুজ আবিরে মেতে ওঠেন।
স্থানীয় শাসকদল নেতৃত্ব এই জয়কে বিধানসভা নির্বাচনের মহড়া হিসেবে দেখছেন। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক অরুণাভ ভূঁইয়া বলেন, “সমবায় ভোটের ফলাফলই প্রমাণ করছে যে আগামী দিনে নন্দীগ্রামের মাটি থেকে বিজেপি পুরোপুরি সাফ হয়ে যাবে। মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তার ওপর আস্থা রেখেছেন এবং বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূলই শেষ হাসি হাসবে।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top