বারাসাতে হাইভোল্টেজ ‘রণ সংকল্প সভা’, অপেক্ষায় লাখো কর্মী-সমর্থক

বারাসাতে হাইভোল্টেজ ‘রণ সংকল্প সভা’, অপেক্ষায় লাখো কর্মী-সমর্থক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

উত্তর 24 পরগণা – নদিয়ায় জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়ার পর সোমবার উত্তর ২৪ পরগনার জেলাসদর বারাসাতে হাইভোল্টেজ সভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শহরজুড়ে এখন শুধুই ঘাসফুলের পতাকা আর প্রিয় নেতার কাটআউট। বারাসাত কাছারি ময়দানে আয়োজিত এই ‘রণ সংকল্প সভা’ ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনার পারদ তুঙ্গে।
সোমবার দুপুর দেড়টার দিকে সভাস্থলে পৌঁছানোর কথা তাঁর। এই সভা থেকে আগামী দিনের লড়াইয়ের রণকৌশল কী হবে, তা জানার জন্য জেলার কয়েক লক্ষ কর্মী-সমর্থক প্রহর গুনছেন।
বারাসাত শহর জনসমুদ্রে পরিণত হতে পারে, সে কারণে প্রশাসন আগেভাগেই সতর্ক। পুলিশি নজরদারিতে পুরো শহরকে মুড়ে ফেলা হয়েছে। যানজট রোধে সকাল আটটা থেকে ভারী যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। কিছু রুটে যান ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং জরুরি পরিষেবার জন্য বিশেষ করিডোর রাখা হয়েছে।
রবিবার বিকেল থেকেই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সভাস্থল পরিদর্শনে ব্যস্ত ছিলেন। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, সাংসদ পার্থ ভৌমিক, জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী ও পুরপ্রধান সুনীল মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট নেতারা।
রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সভার মানবিক দিকও গুরুত্বপূর্ণ। জেলার যেসব পরিবারের সদস্যরা সারের অভাব বা সংক্রান্ত কারণে মৃত্যুবরণ করেছেন, তাদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলবেন এবং সরাসরি তাদের অভিযোগ শুনবেন।
জেলা প্রশাসনের অনুমান, সভার ভিড় পুরো শহরে ছড়িয়ে পড়তে পারে। তাই শহরের বিভিন্ন মোড়ে বড় জায়েন্ট স্ক্রিন বসানো হয়েছে যাতে দূর থেকেও সাধারণ মানুষ নেতার বক্তব্য শুনতে পারেন। অভিষেক বারাসাতে সড়কপথে পৌঁছবেন এবং ফিরে যাবেন, তাই পুলিশের তত্ত্বাবধানে রাস্তার নিরাপত্তার কোনও খামতি রাখা হয়নি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top