কলকাতা – তারাতলা সংলগ্ন নিউ আলিপুর রোডে একটি চলন্ত চারচাকা গাড়িতে হঠাৎ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। রবিবার সন্ধ্যায় নিউ আলিপুর রোডে চলন্ত অবস্থায় গাড়িটি হঠাৎ দাঁড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই তাতে আগুন ধরে যায় বলে জানা গিয়েছে। ঘটনাটি নজরে পড়তেই স্থানীয় বাসিন্দারা দমকল বিভাগে খবর দেন।
খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মীদের তৎপরতায় আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নেভানো সম্ভব হলেও গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুন লাগার জেরে তারাতলা থেকে নিউ আলিপুরমুখী রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।
এই অগ্নিকাণ্ডে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। আগুন দেখতে পেয়ে বহু মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। তবে পুলিশ দ্রুত পৌঁছে স্থানীয়দের সরিয়ে দেয়, ফলে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। গাড়িতে থাকা চালক আগুন লাগার সঙ্গে সঙ্গেই বাইরে বেরিয়ে আসায় প্রাণরক্ষা হয়। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই গাড়িটিতে আগুন লেগে থাকতে পারে। আগুন সম্পূর্ণ নেভানোর পর গাড়িটিকে রেকারের মাধ্যমে নিউ আলিপুর থানায় নিয়ে যাওয়া হয়। অগ্নিকাণ্ডের কারণে ওই এলাকায় কিছু সময়ের জন্য স্বাভাবিক যান চলাচল ব্যাহত ছিল।
ঘটনার তদন্তে সোমবার নিউ আলিপুর থানায় ফরেনসিক টিম যাওয়ার কথা রয়েছে। পুলিশ গাড়িটির বৈধ পারমিট ও অন্যান্য কাগজপত্র খতিয়ে দেখছে। গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং গাড়ির মালিককেও থানায় ডেকে পাঠানো হয়েছে। পুরো ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।



















