কলকাতা – ১৯ জানুয়ারি কলকাতার আইসিসিআর-এর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে বাগেশ্রী মিউজিক অ্যাকাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হল এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এই অনুষ্ঠানের নেপথ্যে ছিলেন সংস্থার কর্ণধার ও বিশিষ্ট শিল্পী ভাস্বতী দত্ত। বাংলা সংস্কৃতির প্রসারে বাংলা গান, গীতি মালিকা, গীতি আলেখ্য ও নৃত্যের মাধ্যমে সেজে ওঠে এই বিশেষ সন্ধ্যা।
‘বাংলা গানের সম্ভারে’ শীর্ষক এই অনুষ্ঠানে মঞ্চে পরিবেশনায় অংশ নেন ভাস্বতী দত্তের সঙ্গে বাগেশ্রী মিউজিক অ্যাকাডেমির সদস্য ও অন্যান্য শিল্পীরা। সঙ্গীত ও নৃত্যের সম্মিলনে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির নানা রূপ ফুটে ওঠে দর্শকদের সামনে, যা উপস্থিত দর্শকদের মন জয় করে নেয়।
অনুষ্ঠানের এক বিশেষ ও আবেগঘন মুহূর্ত ছিল বাংলার বরিষ্ঠ সঙ্গীতশিল্পী ডঃ চিএলেখা চৌধুরীকে সম্মাননা প্রদান। তাঁর দীর্ঘদিনের সঙ্গীত সাধনা ও অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মান জানানো হয়, যা অনুষ্ঠানে এক অনন্য মাত্রা যোগ করে।
সমগ্র অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সাবলীলভাবে সঞ্চালনা করেন আকাশবানীর জনপ্রিয় ঘোষক তাপস চৌধুরী। সব মিলিয়ে, এই সাংস্কৃতিক সন্ধ্যা বাংলা গান ও সংস্কৃতির প্রতি এক গভীর শ্রদ্ধার প্রকাশ হিসেবে স্মরণীয় হয়ে রইল।




















