ফের কলকাতায় ইডি-র তল্লাশি, জিএসটি ও আইটিসি প্রতারণার অভিযোগে সাত জায়গায় হানা

ফের কলকাতায় ইডি-র তল্লাশি, জিএসটি ও আইটিসি প্রতারণার অভিযোগে সাত জায়গায় হানা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – ফের কলকাতায় তল্লাশি অভিযানে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। জিএসটি ও ইনপুট ট্যাক্স ক্রেডিট (ITC) প্রতারণার অভিযোগে মঙ্গলবার শহরের সাতটি জায়গায় একযোগে তল্লাশি চালানো হচ্ছে। ইডি সূত্রে দাবি, এই আর্থিক জালিয়াতির পরিমাণ কয়েকশো কোটি টাকা।
শুধু কলকাতা নয়, একই সঙ্গে গুয়াহাটি ও সিকিমেও চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান। ভুয়ো সংস্থা তৈরি করে জাল ইনভয়েসের মাধ্যমে বেআইনিভাবে ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়ার অভিযোগে এই তল্লাশি বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরেই এই আর্থিক লেনদেনের উপর নজর ছিল তদন্তকারীদের।
কলকাতার বিভিন্ন বাণিজ্যিক এলাকা ও আবাসনে সকাল থেকেই ইডির আধিকারিকরা নথিপত্র ও ডিজিটাল ডিভাইস খতিয়ে দেখছেন। কোথাও কোথাও গুরুত্বপূর্ণ আর্থিক কাগজপত্র ও হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে বলেও খবর। যদিও এখনও পর্যন্ত গ্রেফতারির বিষয়ে ইডির তরফে কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, সম্প্রতি I-PAC ঘিরে সংঘাতের আবহে কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক চলছে। তার মধ্যেই বাড়তি কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডির এই অভিযান নতুন করে রাজনৈতিক জল্পনা উসকে দিয়েছে। শাসকদলের একাংশের অভিযোগ, নির্বাচনের আগে ভয় দেখানোর উদ্দেশ্যেই এই ধরনের অভিযান চলছে। তবে ইডির দাবি, আর্থিক দুর্নীতির তদন্তই তাদের একমাত্র লক্ষ্য এবং আইনের ঊর্ধ্বে কেউ নন।
তল্লাশি অভিযান এখনও চলছে। তদন্ত যত এগোবে, এই জিএসটি ও আইটিসি প্রতারণা মামলায় আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলেই মনে করছেন তদন্তকারীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top