রাজ্য – মালদহ কিংবা সিঙ্গুর—কোনও সভামঞ্চেই দেখা যায়নি তাঁকে। সেই নিয়েই শুরু হয়েছিল জল্পনা। কিন্তু তার মাঝেই সামনে এল অন্য ছবি। কলকাতা বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, দু’জনের মধ্যে কিছুক্ষণ কথাবার্তাও হয়। আর সেই মুহূর্ত ঘিরেই ফের চর্চা শুরু হয়েছে বঙ্গ বিজেপির রাজনৈতিক মহলে।
জানা গিয়েছে, সিঙ্গুরে সভা সেরে কলকাতা ফেরার পথে বিমানবন্দরে নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হয় দিলীপ ঘোষের। সেই সময় প্রধানমন্ত্রী নিজেই দিলীপের খোঁজখবর নেন। দিলীপের উদ্দেশে মোদি জানতে চান, “কেমন আছেন, কীরকম সব চলছে?” উত্তরে দিলীপ ঘোষও প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের বিষয়ে খোঁজ নেন। তিনি মোদিকে জিজ্ঞেস করেন, “আপনার শরীর কেমন আছে?”
বঙ্গ বিজেপির সভাপতি থাকাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একাধিকবার সাক্ষাৎ হয়েছিল দিলীপ ঘোষের। কিন্তু রাজ্য সভাপতির দায়িত্ব ছাড়ার পর দীর্ঘদিন তাঁকে আর প্রধানমন্ত্রীর সভামঞ্চে দেখা যায়নি। রাজ্য নেতৃত্বের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় মোদির সভায়ও আমন্ত্রণ মিলত না তাঁর।
তবে সাম্প্রতিক সময়ে পরিস্থিতিতে বদল এসেছে। অমিত শাহের আগ্রহে বিজেপির অন্দরমহলে ফের প্রাসঙ্গিক হয়ে উঠেছেন দিলীপ ঘোষ। শাহের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর থেকে তিনি নিয়মিত দলের কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সল্টলেকের রাজ্য পার্টি অফিসেও প্রায় প্রতিদিন যাচ্ছেন তিনি। পাশাপাশি ময়দানে নেমে জনসংযোগ কর্মসূচিতেও সক্রিয় হয়েছেন বঙ্গ বিজেপির এই ‘দাবাং’ নেতা।
তবে তা সত্ত্বেও মালদহ ও সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভার মঞ্চে দিলীপ ঘোষকে রাখা হয়নি। যদিও দলের একাংশের, বিশেষ করে আদি কর্মীদের ইচ্ছা ছিল প্রাক্তন সাংসদকে সভামঞ্চে দেখার। কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। এর মাঝেই বিমানবন্দরে মোদি-দিলীপ সাক্ষাৎ নতুন করে প্রশ্ন তুলে দিল—বঙ্গ বিজেপির অন্দরে কি ফের বদল আসতে চলেছে?




















