বানতলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, প্লাস্টিক কাঁচামালের গোডাউন পুড়ে ছাই

বানতলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, প্লাস্টিক কাঁচামালের গোডাউন পুড়ে ছাই

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – নতুন করে আগুনের আতঙ্কে কেঁপে উঠল কলকাতা। সোমবার রাতে পূর্ব কলকাতার বানতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি প্লাস্টিক কাঁচামালের গোডাউন। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। কারখানাটি ঘনবসতিপূর্ণ অঞ্চলের খুব কাছেই থাকায় মুহূর্তের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও দমকলের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত আনুমানিক ৯টা ১৫ মিনিট নাগাদ বানতলার লালকুঠি এলাকার ওই গোডাউনে আচমকাই আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। গোডাউনের ভিতরে বিপুল পরিমাণ দাহ্য প্লাস্টিক কাঁচামাল মজুত থাকায় আগুন দ্রুত ভয়াবহ আকার নেয়। হাওয়ার দাপটে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছিল বলে দমকল সূত্রে জানা গিয়েছে।
দীর্ঘ সময় ধরে চেষ্টার পর কলকাতা দমকল বিভাগের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ঘন কালো ধোঁয়ার কারণে উদ্ধারকাজে যথেষ্ট অসুবিধার মুখে পড়তে হয়। আগুন লাগার সঙ্গে সঙ্গেই গোডাউনের ভিতরে থাকা কর্মীরা বাইরে বেরিয়ে আসেন, যার ফলে প্রাণহানির ঘটনা ঘটেনি।
ঘটনাস্থলের অদূরেই ঘনবসতিপূর্ণ এলাকা থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, চলতি জানুয়ারি মাসে কলকাতা ও তার আশপাশে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ বেড়েছে। ১৬ জানুয়ারি তপসিয়ার একটি কারখানায় ভয়াবহ আগুন লাগে, যেখানে ১১টি দমকল ইঞ্জিন দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগের দিন ১৫ জানুয়ারি বড়বাজারের বনফিল্ড লেনে একটি রাসায়নিকের গুদামে আগুন লাগে। এছাড়াও ১৪ জানুয়ারি বি বি গাঙ্গুলি স্ট্রিটে একটি আসবাবপত্রের দোকানে এবং ৭ জানুয়ারি আনন্দপুরের নোনাডাঙার মাতঙ্গিনী কলোনির বস্তিতে আগুন লাগে, যাতে একাধিক ঘর ভস্মীভূত হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top