জয় অ্যাওয়ার্ডস মঞ্চে অনভিপ্রেত মুহূর্ত, তবু ধৈর্যের পরীক্ষায় পাশ শাহরুখ খান

জয় অ্যাওয়ার্ডস মঞ্চে অনভিপ্রেত মুহূর্ত, তবু ধৈর্যের পরীক্ষায় পাশ শাহরুখ খান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – ২০২৬ সালের জয় অ্যাওয়ার্ডসে যোগ দিতে সম্প্রতি দুবাইয়ে উড়ে গিয়েছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। অনুষ্ঠানের মঞ্চে ‘কিং’ স্টাইলে তাঁর চার্মিং উপস্থিতি বরাবরের মতোই মুগ্ধ করেছে দর্শকদের। কিন্তু অনুষ্ঠান চলাকালীন যে এমন এক অনভিপ্রেত পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা বোধহয় কল্পনাও করেননি শাহরুখ। সেই মুহূর্তই ক্যামেরাবন্দি হয়ে আপাতত নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রে।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মঞ্চে এক ব্যক্তির হাতে পুরস্কার তুলে দিচ্ছেন শাহরুখ খান। সেই সময় তাঁর খুব কাছে এসে এক অনুরাগী মোবাইলে ছবি ও ভিডিও তোলার চেষ্টা করেন। আচমকা এমন ঘটনায় কিছুটা বিরক্ত হয়ে পড়েন বাদশা। তৎক্ষণাৎ ওই অনুরাগীর হাত থেকে ফোনটি সরিয়ে নেন তিনি। এখানেই শেষ নয়, পরে অনুষ্ঠানের আরেক উদ্যোক্তা ছবি তুলতে এলে, মোবাইল-সহ তাঁর হাত ধরে নিচে নামিয়ে দেন শাহরুখ।
তবে পরিস্থিতি সামলাতে এক মুহূর্তও দেরি করেননি কিং খান। ভিডিওতেই দেখা যায়, শান্তভাবে ওই দুই অনুরাগীকে পেশাদার ফটোগ্রাফারদের দিকে তাকাতে বলেন তিনি। এরপর হাসিমুখে তাঁদের সঙ্গে ছবি তোলেন শাহরুখ খান। এই আচরণেই ফের প্রমাণ হয়, কেন তিনি আজও কোটি অনুরাগীর হৃদয়ের বাদশা।
ভিডিওটি ভাইরাল হতেই দ্বিখণ্ডিত নেটপাড়া। একাংশের মতে, মেজাজ হারিয়ে শাহরুখ অহমবোধের পরিচয় দিয়েছেন। আবার অন্য অংশের দাবি, অনুষ্ঠানস্থলের নিয়মকানুন মেনেই তিনি প্রতিক্রিয়া দেখিয়েছেন। শাহরুখ-ভক্তদের বক্তব্য, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতেই তাঁর এমন পদক্ষেপ, এতে দোষের কিছু নেই।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top