বেলডাঙা কাণ্ডে আরও ৫ জন গ্রেপ্তার, মোট ধৃত ৩৬
ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে

বেলডাঙা কাণ্ডে আরও ৫ জন গ্রেপ্তার, মোট ধৃত ৩৬
ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মুর্শিদাবাদ – দিন কয়েক আগে উত্তাল হয়ে উঠেছিল মুর্শিদাবাদের বেলডাঙা। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও এবং বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই এই পাঁচজনকে চিহ্নিত করা হয়েছে। নতুন করে গ্রেপ্তারের ফলে এই ঘটনায় মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৬।
উল্লেখ্য, ঝাড়খণ্ডে বেলডাঙার এক সংখ্যালঘু যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গত শুক্রবার উত্তেজনা ছড়ায় বেলডাঙা এলাকায়। উত্তেজিত জনতা পথ অবরোধ ও ট্রেন অবরোধ শুরু করে। বিভিন্ন জায়গায় ভাঙচুরের ঘটনাও ঘটে। শুক্রবারের ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। জাতীয় সড়ক ও রেলপথ অবরোধের পাশাপাশি সাংবাদিকদের উপর হামলার অভিযোগও ওঠে। দিনভর অশান্ত পরিস্থিতির মধ্যে এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী।
পরিস্থিতি সামাল দিতে পথে নামেন মুর্শিদাবাদের পুলিশ সুপার কুমার সানি রাজ। সেই সময় তিনি জানিয়েছিলেন, সিসিটিভি ফুটেজ ও ভিডিও ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করা হবে এবং যেখানেই থাকুক না কেন, তাদের গ্রেপ্তার করা হবে। সেই তদন্তের ধারাবাহিকতায় এর আগে মিম নেতা তথা বেলডাঙা ১ ব্লকের সভাপতি মতিউর রহমান-সহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনার জল গড়িয়েছে কলকাতা হাই কোর্ট পর্যন্ত। বেলডাঙার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে হাই কোর্টে দুটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার এই মামলাগুলির শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।
এর মধ্যেই তদন্তে গতি এনে আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম নূর আলম, রবিউল ইসলাম, নূর আলম মোল্লা, লাদিম শেখ এবং তুফাইল শেখ। এ প্রসঙ্গে পুলিশ সুপার কুমার সানি রাজ জানান, সিসিটিভি ফুটেজ ও সোশাল মিডিয়ার তথ্যের ভিত্তিতে এদের চিহ্নিত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ধৃতদের বহরমপুর আদালতে তোলা হবে বলে জানিয়েছেন তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top