রাজ্য – রাজ্যে নিপা ভাইরাস নিয়ে গবেষণা চলছে। এখনও ভাইরাসের উৎস শনাক্ত করা সম্ভব হয়নি। মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এ বিষয়ে সাংবাদিকদের জানান, রাজ্য সরকার নিপা ভাইরাস মোকাবিলায় সমস্ত রকম কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। হাসপাতালগুলোকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রমন্ত্রীর আশ্বাস, সাধারণ মানুষ উদ্বেগ করার কোনও কারণ নেই।
স্বাস্থ্যভবনে উপস্থিত রাজ্যের স্বাস্থ্যসচিব এন এস নিগম জানিয়ে দেন, আক্রান্ত দুই নার্সের মধ্যে একজনের অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে, অন্যজনের সামান্য উন্নতি হয়েছে। দু’জনকেই রাজ্যের ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ও সংক্রামক রোগ বিশেষজ্ঞরা নিয়মিত পর্যবেক্ষণ করছেন। এই দুই নার্স বর্তমানে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের সংস্পর্শে আসা সকলকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং সোয়াব টেস্ট করা হয়েছে। স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গেছে, সব রিপোর্টই নেগেটিভ এসেছে।
কিন্তু কীভাবে এই দুই নার্স আক্রান্ত হয়েছেন, তার উৎস এখনও অজানা। উৎস খুঁজে বের করার জন্য ইতিমধ্যেই পুণে থেকে কেন্দ্রীয় প্রতিনিধিদল রাজ্যে পৌঁছেছে। বাদুড় ধরে পরীক্ষা করা শুরু হয়েছে এবং মধ্যমগ্রামের বিভিন্ন এলাকা থেকে সমীক্ষা শুরু করা হয়েছে। আশার বিষয়, এখনও কোনও বাদুড়ের শরীরে নিপা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। সমস্ত আরটিপিসিআর রিপোর্টই নেগেটিভ এসেছে।



















