নাগপুরে টি-টোয়েন্টি মহাযুদ্ধ, বিশ্বকাপের আগে ফল চায় টিম ইন্ডিয়া

নাগপুরে টি-টোয়েন্টি মহাযুদ্ধ, বিশ্বকাপের আগে ফল চায় টিম ইন্ডিয়া

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


খেলা – ওয়ানডে সিরিজে ধাক্কার পর আর পিছনে তাকানোর সময় নেই ভারতীয় ক্রিকেট দলের। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজই এখন টিম ইন্ডিয়ার কাছে সবচেয়ে বড় পরীক্ষাক্ষেত্র। পাঁচ ম্যাচের এই সিরিজেই কার্যত ঠিক হয়ে যাবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের রণকৌশল ও প্রথম একাদশ। সেই কারণেই বুধবার নাগপুরের ম্যাচকে আর ‘ডু অর ডাই’ নয়, বরং ফল পাওয়ার ম্যাচ হিসেবেই দেখছে ভারতীয় শিবির।
এই গুরুত্বপূর্ণ সিরিজে ওয়াশিংটন সুন্দর ও তিলক বর্মার মতো দুই নিয়মিত সদস্যকে ছাড়াই নামতে হচ্ছে ভারতকে। একদিনের সিরিজে ভরাডুবির পর কোচ গৌতম গম্ভীর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষার কোনও জায়গা নেই। ফলে টি-টোয়েন্টিতে যে কম্বিনেশন সফল হয়েছে, সেখানেই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট।
নাগপুরে ভারতের ইনিংস শুরু করবেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। বিশ্বকাপের আগে এই সফল ওপেনিং জুটি ভাঙতে নারাজ দল। তিন নম্বরে ব্যাট করবেন ঈশান কিষাণ। প্রায় দু’বছরের বেশি সময় পর জাতীয় দলের জার্সিতে ফিরছেন তিনি। এই ম্যাচে তিনি খেলবেন বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে, উইকেটকিপিংয়ের দায়িত্ব থাকবে সঞ্জু স্যামসনের হাতেই।
চার নম্বরে নামবেন অধিনায়ক সূর্যকুমার যাদব। বিশ্বকাপের আগে তাঁর ফর্মই এখন গম্ভীরের সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা। দীর্ঘদিন ধরেই চেনা ছন্দে নেই সূর্যকুমার। ব্যাটিং অর্ডার বদলেও সাফল্য না আসায় এই সিরিজে তাঁর ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে ক্রিকেটপ্রেমীরা।
পাঁচ নম্বরে ব্যাট করবেন হার্দিক পাণ্ডিয়া। টি-টোয়েন্টি দলে ভারসাম্য রক্ষায় তাঁর ভূমিকা প্রশ্নাতীত। ছয় নম্বরে দেখা যাবে অলরাউন্ডার শিবম দুবে-কে। সাত নম্বরে থাকবেন রিঙ্কু সিং। বিশ্বকাপের আগে তাঁকে ফিনিশার হিসেবে পুরোপুরি যাচাই করে নিতে চায় ভারতীয় শিবির। আট নম্বরে ব্যাট করবেন সহ-অধিনায়ক অক্ষর প্যাটেল।
ব্যাটিং অর্ডারের শেষ তিনটি জায়গা রাখা হয়েছে বিশেষজ্ঞ বোলারদের জন্য। নয় থেকে এগারো নম্বরে নামবেন বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং এবং জসপ্রীত বুমরাহ। ওয়ানডে ব্যর্থতার পর টি-টোয়েন্টিতে আর পিছলে পড়ার জায়গা নেই। নাগপুর থেকেই বিশ্বকাপের আসল রিহার্সাল শুরু—এই বার্তাই স্পষ্ট করে দিতে চাইছে টিম ইন্ডিয়া।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top