মার্কিন নির্ভরতা কমিয়ে ইউরোপের দিকে ভারতের কৌশলগত ঝোঁক, চূড়ান্তের পথে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি

মার্কিন নির্ভরতা কমিয়ে ইউরোপের দিকে ভারতের কৌশলগত ঝোঁক, চূড়ান্তের পথে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিদেশ -;ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত শুল্ক নীতির আবহে মার্কিন বাজারের উপর নির্ভরতা কমাতে বড় কৌশলগত সিদ্ধান্তের পথে হাঁটছে ভারত। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) চূড়ান্ত করার প্রস্তুতি চলছে। চলতি মাসে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতে আসছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতৃত্ব। সেই সফরকালেই এই বহুল প্রতীক্ষিত মেগা বাণিজ্য চুক্তি চূড়ান্ত হতে পারে বলে কূটনৈতিক সূত্রে খবর।
বাণিজ্যিক গুরুত্বের নিরিখে এই চুক্তি বিশ্বের অন্যতম বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি হতে চলেছে। কৃষি খাত বাদ দিয়ে প্রযুক্তি, ওষুধ ও জ্বালানি—এই তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে প্রস্তাবিত চুক্তিতে। জানা যাচ্ছে, মোট ২৪টি বিষয়ের মধ্যে ইতিমধ্যেই ২০টি বিষয়ে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে।
ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেয়েন এই সম্ভাব্য চুক্তিকে ‘মাদার অফ অল ডিলস’ বলে উল্লেখ করেছেন। এই চুক্তি বাস্তবায়িত হলে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রায় ২০০ কোটি মানুষের একটি বিশাল যৌথ বাজার তৈরি হবে। যা একদিকে যেমন ব্যবসা-বাণিজ্যের নতুন দিগন্ত খুলে দেবে, তেমনই বিশ্ব অর্থনীতির প্রায় এক-চতুর্থাংশের উপর প্রভাব বিস্তার করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে, এই চুক্তির মাধ্যমে ভারতের রপ্তানি আরও শক্তিশালী হবে এবং প্রযুক্তি ও জ্বালানি ক্ষেত্রে ইউরোপের সঙ্গে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত হবে। একই সঙ্গে বিশ্ব বাণিজ্য রাজনীতিতে ভারতের অবস্থান আরও দৃঢ় হবে বলেই মত অর্থনৈতিক মহলের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top