নিউ টাউনে শুরু রাজ্য সবলা মেলা ২০২৬, কুটির ও হস্তশিল্পে নতুন দিশার আশায় স্বনির্ভর গোষ্ঠী

নিউ টাউনে শুরু রাজ্য সবলা মেলা ২০২৬, কুটির ও হস্তশিল্পে নতুন দিশার আশায় স্বনির্ভর গোষ্ঠী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা -;বাংলার কুটির শিল্প ও হস্তশিল্পকে নতুন দিশা দিতে নিউ টাউন মেলা গ্রাউন্ডে পথ চলা শুরু করল রাজ্য সবলা মেলা ২০২৬। পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের উদ্যোগে আয়োজিত এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয় বুধবার বিকেলে। নিউ টাউনের বিশ্ব বাংলা গেটের পাশে আয়োজিত এই মেলা চলবে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত, যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তের স্বনির্ভর গোষ্ঠীগুলি তাদের হাতে তৈরি পণ্য তুলে ধরার সুযোগ পাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। মেলার শুভ সূচনা করেন স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতর এবং বন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী বীরবাহা হাঁসদা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং সমবায় দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিধাননগর পুরনিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, চেয়ারম্যান সব্যসাচী দত্ত, পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম লিমিটেডের চেয়ারম্যান তন্ময় ঘোষ, দফতরের বিশেষ সচিব সুজাতা ঘোষ ও রবি ইন্দার সিং-সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।
এ বছরের মেলার মূল স্লোগান রাখা হয়েছে ‘বাংলার শিল্পই বাংলার ঐতিহ্য’। রাজ্যের বিভিন্ন জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাঁদের হাতে তৈরি মৃৎশিল্প, তাঁত ও পাটজাত সামগ্রী, ঘর সাজানোর নানা উপকরণ এবং নান্দনিক হস্তশিল্প নিয়ে হাজির হয়েছেন এই মেলায়। উদ্যোক্তাদের মতে, এই মেলার মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা সরাসরি তাঁদের পণ্যের বিপণনের সুযোগ পাবেন, যা গ্রামীণ অর্থনীতিকে আরও মজবুত করবে।
প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ৯টা পর্যন্ত সাধারণ মানুষের জন্য খোলা থাকবে রাজ্য সবলা মেলা। শীতের মরসুমে হস্তশিল্প ও কুটির শিল্পের আকর্ষণে নিউ টাউন মেলা গ্রাউন্ডে বিপুল মানুষের সমাগম হবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top