কলকাতা – বহুতলের লিফটের গর্ত থেকে তিন বছরের এক শিশুর রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল কলকাতার এন্টালি এলাকায়। বুধবার গভীর রাতে শিশুটিকে উদ্ধার করে তড়িঘড়ি এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্তে নেমেছে এন্টালি থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এন্টালির কনভেন্ট লেন এলাকার একটি বহুতলে ওই তিন বছরের শিশু তার মায়ের সঙ্গে বুধবার ছাদে গিয়েছিল। এরপর কোনও এক সময় আচমকাই নিখোঁজ হয়ে যায় শিশুটি। ছাদ ও আবাসনের বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যাচ্ছিল না।
সন্ধ্যা থেকে রাত পর্যন্ত গোটা এলাকায় তল্লাশি চালানো হয়। বিষয়টি জানানো হয় এন্টালি থানায়। এরই মধ্যে আবাসনের বাসিন্দাদের সন্দেহ হয় লিফট সংলগ্ন এলাকায়। লিফটের গর্তে খোঁজ করতেই সেখানে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।
এই ঘটনার পরেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। দুর্ঘটনাবশত শিশুটি লিফটের গর্তে পড়ে গিয়েছে, নাকি কেউ ইচ্ছাকৃতভাবে তাকে সেখানে ফেলে দিয়েছে—এই দুই সম্ভাবনাই খতিয়ে দেখছে পুলিশ। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন, লিফটের নিরাপত্তা ব্যবস্থা এবং ঘটনার সময়কার পরিস্থিতি খুঁটিয়ে তদন্ত করা হচ্ছে।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। আবাসনের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।



















