বেঙ্গল সুপার লিগে ডবল হেডার, জয়ে ফিরল সুন্দরবন বেঙ্গল অটো এফসি

বেঙ্গল সুপার লিগে ডবল হেডার, জয়ে ফিরল সুন্দরবন বেঙ্গল অটো এফসি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


খেলা – বেঙ্গল সুপার লিগে বুধবার ছিল উত্তেজনাপূর্ণ ডবল হেডার। ঘরের মাঠে নর্থবেঙ্গল ইউনাইটেড এফসি’কে হারিয়ে জয়ের সরণিতে ফিরল সুন্দরবন বেঙ্গল অটো এফসি। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এল মেহতাব হোসেনের দল। অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে জেএইচআর রয়্যাল সিটি এফসি ড্র করলেও শীর্ষস্থান ধরে রাখল।
লিগের প্রতিটি ম্যাচেই টানটান লড়াই চলছে। শীর্ষে ওঠার লড়াইয়ে কার্যত সাপ-লুডোর মতো ওঠানামা করছে দলগুলির অবস্থান। বুধবারের ম্যাচে সুন্দরবনের লক্ষ্য ছিল জয় তুলে নিয়ে প্রথম চার নিশ্চিত করা। অন্যদিকে, কোয়ালিফিকেশনের দৌড়ে টিকে থাকতে হলে নর্থবেঙ্গলের জন্য ভালো ফল অত্যন্ত জরুরি ছিল।
ক্যানিং স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দু’টি দলই। প্রথমার্ধে উভয় দল একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি কেউ। গোলশূন্য অবস্থাতেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে প্রতীকের গোলে ডেডলক ভাঙে সুন্দরবন বেঙ্গল অটো এফসি। শেষ পর্যন্ত ওই একমাত্র গোলেই ১-০ ব্যবধানে ম্যাচ জিতে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট তুলে নেয় তারা।
দিনের অন্য ম্যাচে জেএইচআর রয়্যাল সিটি এফসি বনাম নর্থ ২৪ পরগনা এফসির লড়াই গোলশূন্য ড্রয়ে শেষ হয়। জিততে না পারলেও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান বজায় রাখতে সক্ষম হয় রয়্যাল সিটি।
বর্তমান অবস্থায় ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে জেএইচআর রয়্যাল সিটি এফসি। ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে হাওড়া-হুগলি। ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সুন্দরবন বেঙ্গল অটো এফসি। চতুর্থ স্থানে নর্থ ২৪ পরগনা এফসি, ১২ ম্যাচে তাদের পয়েন্ট ১৯। ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে বর্ধমান ব্লাস্টার্স। ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নর্থবেঙ্গল ইউনাইটেড এফসি। এরপর ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রয়েছে এফসি মেদিনীপুর। এখনও জয়হীন কোপা টাইগার্স সবার শেষে, ১৩ ম্যাচে তাদের পয়েন্ট মাত্র ৩।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top