রাজ্য – রাজ্য প্রশাসনকে আরও সক্রিয় ও কার্যকর করতে ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) ক্যাডারের অফিসারদের জন্য একগুচ্ছ নতুন উচ্চপদ তৈরি করল রাজ্য সরকার। এই সিদ্ধান্তের ফলে প্রশাসনের শীর্ষস্তরে রাজ্য ক্যাডারের উপস্থিতি যেমন বাড়বে, তেমনই দীর্ঘদিনের পদোন্নতির জট কাটার পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হবেন ডব্লিউবিসিএস অফিসাররা।
বুধবার রাজ্যের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, যুগ্মসচিব বা জয়েন্ট সেক্রেটারি স্তরে অতিরিক্ত ১০০টি পদ তৈরি করা হচ্ছে। এর ফলে এই স্তরে মোট অনুমোদিত পদের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫০। আগে জয়েন্ট সেক্রেটারি ও সমতুল (পে লেভেল ২১) পদ ছিল ২৫০টি।
একই সঙ্গে স্পেশাল সেক্রেটারি বা বিশেষ সচিব স্তরেও বড়সড় বৃদ্ধি হচ্ছে। আগে যেখানে এই স্তরে (পে লেভেল ২৪) ১০০টি পদ ছিল, সেখানে নতুন করে ৪০টি পদ যুক্ত হওয়ায় মোট সংখ্যা বেড়ে হল ১৪০। ২০১৯ সালের রোপা রুল অনুযায়ী নির্ধারিত পে-লেভেলেই এই নতুন পদগুলি কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, অ্যাডিশনাল সেক্রেটারি (পে লেভেল ২২) স্তরেও পদের সংখ্যা বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। নতুন করে বাড়ানো জয়েন্ট সেক্রেটারি পদের মোট সংখ্যার ৪০ শতাংশ, অর্থাৎ ৩৫০টির মধ্যে ১৪০টি পদ কনভার্সনের মাধ্যমে অ্যাডিশনাল সেক্রেটারি স্তরে উন্নীত করা যাবে।
প্রশাসনিক মহলের মতে, এই সিদ্ধান্তের ফলে ধারাবাহিক প্রোমোশনের ক্ষেত্রে দীর্ঘদিনের স্থবিরতা অনেকটাই কাটবে। পাশাপাশি রাজ্য প্রশাসনের শীর্ষস্তরে রাজ্য ক্যাডারের অফিসারদের সংখ্যা বাড়ায় কাজের গতি ও সমন্বয় আরও উন্নত হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেও বারবার রাজ্যের অফিসারদের পাশে থাকার বার্তা দিয়েছেন। রাজ্য সরকারের এই পদক্ষেপে স্পষ্ট, ডব্লিউবিসিএস ক্যাডারের অফিসারদের জন্য আরও সুযোগ ও সুবিধা তৈরি করতেই প্রশাসনিক কাঠামো ঢেলে সাজাতে চাইছে রাজ্য।




















