দেশ – জম্মুর ডোডায় ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় ১০ জন সেনা জওয়ানের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ভাদেরওয়াহ-চাম্বা আন্তঃরাজ্য সড়ক ধরে খান্নি টপের দিকে যাওয়ার সময় সেনা জওয়ানদের নিয়ে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনাটি ঘটে ডোডা জেলার দুর্গম পাহাড়ি এলাকায়।
জানা গিয়েছে, উঁচু পোস্টের দিকে যাওয়ার সময় বুলেটপ্রুফ সেনা গাড়িটি আচমকাই রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই ১০ জন সেনা জওয়ানের মৃত্যু হয়। আরও কয়েকজন গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ উদ্ধারকারী দল। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে সহায়তা করেন।
দুর্ঘটনাস্থল থেকে ১০ জন সেনার দেহ উদ্ধার করা হয়। আহত জওয়ানদের হেলিকপ্টারে করে উধমপুরের কমান্ড হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে বলে সেনা সূত্রে জানা গিয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, ডোডায় ভয়াবহ দুর্ঘটনায় সাহসী সেনাদের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। তিনি উল্লেখ করেন, কর্তব্য পালনকালে দশজন সাহসী কর্মী তাঁদের জীবন উৎসর্গ করেছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনা দেশরক্ষায় প্রতিদিন সশস্ত্র বাহিনীর সদস্যদের যে বিপুল ঝুঁকির মুখে কাজ করতে হয়, সেটাই আবারও স্মরণ করিয়ে দেয়।
অভিষেক বন্দ্যোপাধ্যায় শোকাহত পরিবারগুলির প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আহত সেনাদের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করেন।




















