কলকাতার সিগন্যাল অমান্য রোধে রেড লাইট ভায়োলেশন ক্যামেরা বসাচ্ছে ট্রাফিক পুলিশ

কলকাতার সিগন্যাল অমান্য রোধে রেড লাইট ভায়োলেশন ক্যামেরা বসাচ্ছে ট্রাফিক পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – তাড়াহুড়ো, অসাবধানতা আর ‘এবারে পার হয়ে যাই’—এই তিনের জোট শহরের রাস্তায় বাড়াচ্ছে সিগন্যাল অমান্য করার প্রবণতা। লাল আলো জ্বললেও বহু জায়গায় গাড়ি থামে না, যার ফলে দুর্ঘটনা, যানজট এবং কখনও প্রাণহানির ঘটনাও ঘটছে। এই লাগামছাড়া প্রবণতায় রাশ টানতে এবার কড়া পদক্ষেপ নিল কলকাতা ট্রাফিক পুলিশ।
শহরের একাধিক ব্যস্ত ও দুর্ঘটনাপ্রবণ মোড়ে বসানো হবে রেড লাইট ভায়োলেশন ডিটেকশন ক্যামেরা। প্রাথমিকভাবে প্রায় ২০টি গুরুত্বপূর্ণ সিগন্যালযুক্ত ক্রসিং এই অত্যাধুনিক নজরদারির আওতায় আনা হবে। ট্রাফিক পুলিশের আধিকারিকরা জানাচ্ছেন, ক্যামেরা বসানোর পর আর লালবাতি ভেঙে ‘চুপিসারে’ পালানো সম্ভব হবে না।
এই ক্যামেরাগুলি ANPR (অটোমেটিক নম্বরপ্লেট রিকগনিশন) প্রযুক্তিতে সজ্জিত। লাল সিগন্যাল অমান্য করলেই সঙ্গে সঙ্গে ক্যামেরায় ধরা পড়বে গাড়ির নম্বরপ্লেট, সময় ও অবস্থান। তথ্য পৌঁছাবে লালবাজারের ট্রাফিক সার্ভারে, এরপর গাড়ির মালিকের মোবাইল বা ই-মেইলে জরিমানা নোটিস পাঠানো হবে। অনলাইনে জরিমানা মেটানোরও ব্যবস্থা থাকবে।
ট্রাফিক দফতর সূত্রে জানা গেছে, এই প্রকল্পে খরচ হতে পারে প্রায় ২.৫ কোটি টাকা। সিগন্যাল অমান্য করলে ন্যূনতম এক হাজার টাকা জরিমানা ধার্য হতে পারে। তবে পুলিশের দাবি, মূল লক্ষ্য শুধুমাত্র জরিমানা আদায় নয়, বরং চালকদের মধ্যে দায়িত্ববোধ তৈরি করা।
পরিসংখ্যানও বলছে, শহরের মোট সড়ক দুর্ঘটনার উল্লেখযোগ্য অংশের পিছনে রয়েছে সিগন্যাল অমান্য। তাই প্রযুক্তির সাহায্যে নজরদারি বাড়িয়ে দুর্ঘটনা কমানো এবং রাস্তাকে নিরাপদ করা এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top