বিনোদন – বসন্তের গোধূলিতেই জীবনের নতুন ইনিংস শুরু করলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। শৈশবের বন্ধু দেবমাল্য চক্রবর্তীর হাত ধরে শুক্রবার, ২৩ জানুয়ারি অগ্নিসাক্ষী রেখে সাত পাক ঘোরেন তিনি। ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে একান্ত ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয় এই বিয়ে।
গত কয়েক মাস ধরেই শুটিংয়ের ব্যস্ততার মাঝেও বিয়ের প্রস্তুতিতে সক্রিয় ছিলেন মধুমিতা নিজেই। কেনাকাটা থেকে শুরু করে নিমন্ত্রণপত্র বিলি—সবেতেই ছিল তাঁর সরাসরি অংশগ্রহণ। বিয়ের আসর বসে বারুইপুরে অভিনেত্রীর আত্মীয়ের বাগানবাড়িতে। চারপাশের সবুজ পরিবেশ, আলো ও ফুলের সাজে সন্ধ্যায় সেখানে তৈরি হয় উৎসবের আবহ।
বিয়ের মূল লগ্নে সাবেকি বাঙালি সাজে ধরা দেন মধুমিতা। লাল বেনারসিতে জরি ও সুতোর কাজ, হাতে সোনার গয়না, নাকে নথ, ঝুমকো ও মাথায় সোনালি মুকুটে একেবারে বাঙালি বধূর রূপে ধরা দেন তিনি। সিঁথিতে দেবমাল্যের দেওয়া সিঁদুর ও কপালে চন্দনের কলকা—সব মিলিয়ে পর্দার চরিত্রকে ছাপিয়ে যেন ঘরের মেয়ের রূপেই ধরা দেন অভিনেত্রী।
বিয়ের অন্যতম আবেগঘন মুহূর্ত ছিল দেবমাল্যের মণ্ডপে প্রবেশ। মধুমিতার মায়ের হাত ধরে ছাদনাতলায় আসেন তিনি। সেই দৃশ্য ঘিরে আবেগে ভাসেন উপস্থিত সকলে। পরে মণ্ডপে হাজির হন মধুমিতা অভিনীত জনপ্রিয় ধারাবাহিকের সহকর্মীরাও। তাঁদের উপস্থিতির ছবি প্রথম প্রকাশ পায় মধুমিতার ফ্যান পেজে, সেখান থেকেই চার হাত এক হওয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
বিয়ের সকাল থেকেই শুভেচ্ছার বন্যা বইতে থাকে। ছোটবেলার বন্ধুত্ব থেকে জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত—মধুমিতা ও দেবমাল্যের পুরনো ছবি শেয়ার করে অনুরাগীরা লিখছেন, “রূপকথার মতোই হোক এই ভালোবাসা।”
এর আগে বিয়ের আগের রাতে মধুমিতার বাড়িতে অনুষ্ঠিত হয় আইবুড়ো ভাত। একেবারে বাঙালিয়ানা আয়োজনে প্যাস্টেল গোলাপি শাড়ি, হালকা মেকআপ ও মানানসই সোনার গয়নায় স্নিগ্ধ রূপে ধরা দেন অভিনেত্রী। কাঁসার থালায় সাজানো ভাত, পাঁচ রকম ভাজা, বেগুনি, ফিশ ফ্রাই, ডাল, মাছের নানা পদ ও শেষপাতে পায়েস—ঘরের স্বাদে ভরা সেই সন্ধ্যার ছবি মুহূর্তে ভাইরাল হয়। বিশেষ করে বিরাট মাছের মুড়ো হাতে পোজ দেওয়া ছবিটি নজর কাড়ে।
একই দিনে দেবমাল্যের বাড়িতেও সম্পন্ন হয় বৃদ্ধির রীতি। সাদা পাঞ্জাবি-পায়জামা ও শোলার টোপর পরে নিয়ম মেনে সমস্ত আচার পালন করেন তিনি। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেবমাল্য ও মধুমিতার বন্ধুত্ব ছোটবেলা থেকেই। প্রায় দু’বছর আগে প্রকাশ্যে আসে তাঁদের প্রেমের সম্পর্ক। দীর্ঘ পরিচয়ের ভিতের উপর দাঁড়ানো সেই সম্পর্কই এবার পৌঁছল ছাদনাতলায়। অতীতের বিচ্ছেদের অধ্যায় পেরিয়ে মধুমিতার জীবনে শুরু হল দ্বিতীয় দাম্পত্য অধ্যায়।




















