রাজ্য পুলিশের পরবর্তী ডিজি কে? অবসর রাজীব কুমারের, নতুন নামের তালিকা ঘিরে জল্পনা তুঙ্গে

রাজ্য পুলিশের পরবর্তী ডিজি কে? অবসর রাজীব কুমারের, নতুন নামের তালিকা ঘিরে জল্পনা তুঙ্গে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য -;আগামী ৩১ জানুয়ারি অবসর নিতে চলেছেন রাজ্য পুলিশের বর্তমান ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার। তাঁর সরকারি বিদায় সংবর্ধনার দিনও চূড়ান্ত হয়েছে ২৮ জানুয়ারি। টানা দু’বছর ধরে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর পর তাঁর অবসরের খবরে রাজ্য পুলিশের পরবর্তী ডিজি কে হবেন, তা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা। নবান্ন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি রাজ্য সরকার যে সিনিয়র পুলিশকর্তাদের নাম ডিজি পদের জন্য কেন্দ্রের কাছে পাঠিয়েছে, সেই তালিকায় রাজীব কুমারের নামও রয়েছে। এর জেরেই প্রশ্ন উঠছে, তাঁকেই কি আবার ডিজি পদে রাখতে চাইছে রাজ্য সরকার?
পশ্চিমবঙ্গ পুলিশের পরবর্তী ডিজি পদের জন্য মোট আট জন সিনিয়র আইপিএস অফিসারের নাম প্রস্তাব করেছে রাজ্য সরকার। সেই তালিকায় রাজীব কুমারের পাশাপাশি রয়েছেন আইপিএস রাজেশ কুমার, রণবীর কুমার, দেবাশিস রায়, অনুজ শর্মা, জগমোহন, এন রমেশ বাবু এবং সিদ্ধিনাথ গুপ্ত। গত বুধবার এই নামের তালিকা দিল্লিতে পাঠানো হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
নিয়ম অনুযায়ী, রাজ্য পুলিশের ডিজি নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারকে সিনিয়র আইপিএস অফিসারদের একটি প্যানেল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কাছে পাঠাতে হয়। ইউপিএসসি সেই তালিকা থেকে তিন জনের নাম বেছে রাজ্যের কাছে পাঠায়। এরপর সেই তিন জনের মধ্য থেকেই রাজ্য সরকার একজনকে স্থায়ী ডিজি হিসেবে নিয়োগ করে। সূত্রের দাবি, আপাতত পীযূষ পাণ্ডে, রাজেশ কুমার এবং রণবীর কুমারের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। পীযূষ পাণ্ডে প্রাক্তন এসপিজি অফিসার এবং বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। যদিও শেষ পর্যন্ত এই তিন জনের মধ্য থেকেই ডিজি বাছা হবে, এমন কোনও নিশ্চয়তা নেই।
প্রসঙ্গত, রাজ্য পুলিশের শেষ স্থায়ী ডিজি ছিলেন মনোজ মালব্য। তিনি ২০২৩ সালের ডিসেম্বরে অবসর নেন। ডিজি নিয়োগের বিধি অনুযায়ী, তাঁর অবসরের সময়ে যে আট জন সিনিয়র আইপিএস রাজ্য ক্যাডারে ছিলেন, তাঁদের নামই এবার প্রস্তাবিত তালিকায় পাঠানো হয়েছে। সেই তালিকায় বর্তমান ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারও থাকায়, তাঁর নাম পাঠানো বাধ্যতামূলক ছিল বলে প্রশাসনিক সূত্রের ব্যাখ্যা।
এর আগেও স্থায়ী ডিজি নিয়োগের জন্য রাজ্য সরকার প্রস্তাবিত নামের একটি তালিকা পাঠিয়েছিল। তবে আইনি জটিলতার কারণে সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। ইউপিএসসি-র মতে, পূর্ববর্তী স্থায়ী ডিজি অবসর নেওয়ার অন্তত তিন মাস আগে এই প্যানেল পাঠানো উচিত ছিল। অর্থাৎ, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে তালিকা পাঠানোর কথা থাকলেও রাজ্য তা পাঠায় ওই বছরের ২৭ ডিসেম্বর। ফলে সেই প্যানেল ফেরত পাঠানো হয়।
এই পরিস্থিতিতে আইপিএস রাজেশ কুমার সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের দ্বারস্থ হন। ১৯৯০ ব্যাচের এই আইপিএস বর্তমানে রাজ্যের গণশিক্ষাপ্রসার ও গ্রন্থাগার পরিষেবা দফতরের মুখ্যসচিব। তাঁর অভিযোগ, ডিজি হওয়ার সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁকে বঞ্চিত করা হয়েছে। সেই মামলার প্রেক্ষিতে ট্রাইবুনাল গত বুধবার নির্দেশ দেয়, ২৩ জানুয়ারির মধ্যে ডিজি পদের জন্য প্রস্তাবিত নামের তালিকা পুনরায় ইউপিএসসি-র কাছে পাঠাতে হবে রাজ্য সরকারকে। সেই নির্দেশ মেনেই নতুন করে তালিকা পাঠানো হয়েছে বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top