মুর্শিদাবাদ – মুর্শিদাবাদের সুতি থানার লক্ষ্মীপুর এলাকায় গভীর রাতে রুদ্ধশ্বাস অভিযানে এক লক্ষ টাকার জাল ভারতীয় মুদ্রা উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করে। ধৃতদের নাম মোরিফুল রহমান ও রাজা মোমিন। দু’জনেই সুতির সুলতানপুর এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশের দাবি, দীর্ঘদিন ধরেই এই এলাকায় জাল নোট পাচারের একটি সক্রিয় চক্র কাজ করছে। সেই সূত্র ধরেই নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে হানা দিয়ে বিপুল পরিমাণ ভুয়ো নোট উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, এই জাল নোটগুলি সীমান্ত পেরিয়ে বাজারে ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল।
ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতদের আদালতে পেশ করা হয়েছে। পুলিশ ১০ দিনের হেফাজতের আবেদন জানিয়েছে, যাতে এই চক্রের সঙ্গে যুক্ত অন্যান্যদের খোঁজ পাওয়া যায়। আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে আশাবাদী তদন্তকারীরা।
বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এই এলাকায় জাল নোট পাচারের নির্দিষ্ট রুট এবং এর নেপথ্যে থাকা বড় কোনো সিন্ডিকেটের সন্ধানে তদন্ত শুরু হয়েছে। পুলিশের একটি দল ধৃতদের ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এই চক্রের মূল পান্ডাদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।



















