রাজ্য – প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিত্বদের সম্মানে পদ্ম পুরস্কার দেওয়া হবে। কেন্দ্রের তরফে রবিবারই সেই সম্মানপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা অনুযায়ী, এ বছর সর্বোচ্চ পদ্মবিভূষণ সম্মান পাচ্ছেন পাঁচজন। দ্বিতীয় সর্বোচ্চ পদ্মভূষণ সম্মানের জন্য নির্বাচিত হয়েছেন ১৩ জন। পাশাপাশি পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হবে মোট ১১৩ জনকে।
পদ্মশ্রী প্রাপকদের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলার ১১ জন কৃতি ব্যক্তিত্ব। তবে এবারও পদ্মভূষণ বা পদ্মবিভূষণ সম্মানের তালিকায় কোনও বঙ্গসন্তানের নাম না থাকায় আক্ষেপ থেকেই যাচ্ছে।
চলচ্চিত্র জগতে প্রায় চার দশকের অবদানের স্বীকৃতি হিসেবে পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর এই সম্মানে টলিউড জুড়ে খুশির হাওয়া বইছে। শিল্পকলার ক্ষেত্রে পদ্মশ্রী পাচ্ছেন প্রখ্যাত তবলা বাদক কুমার বোস। বেনারস ঘরানার এই প্রবীণ শিল্পীর প্রায় পাঁচ দশকের সঙ্গীত সাধনার স্বীকৃতি মিলল এই সম্মানের মাধ্যমে। একই সঙ্গে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হচ্ছে প্রখ্যাত সন্তুর বাদক তরুণ ভট্টাচার্যকে, যিনি নতুন রাগ ও সুর সৃষ্টির জন্য বিশেষভাবে পরিচিত।
বাংলা নাট্য জগতে দীর্ঘ প্রায় ছয় দশকের অবদানের স্বীকৃতি হিসেবে মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হবে বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও পরিচালক হরি মাধব মুখোপাধ্যায়কে।
শিক্ষা ও সাহিত্যের ক্ষেত্রেও বাংলার একাধিক কৃতী ব্যক্তিত্বের নাম উঠে এসেছে পদ্মশ্রী তালিকায়। সাঁওতালি ভাষা ও সাহিত্যের প্রসারে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন বিশিষ্ট সাঁওতালি সাহিত্যিক রবিলাল টুডু। দার্জিলিং পার্বত্য অঞ্চলে শিক্ষার প্রসারে বিশেষ ভূমিকার স্বীকৃতি হিসেবে পদ্মশ্রী সম্মান দেওয়া হচ্ছে গম্ভীর সিং ইয়নজনকে। সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন দলিত সম্প্রদায়ের প্রতিনিধি অশোক কুমার হালদার। রসায়নবিদ্যায় যুগান্তকারী অবদান এবং রসায়ন শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হচ্ছে অধ্যাপক মহেন্দ্রনাথ রায়কে।
চিকিৎসা ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের জন্য পদ্মশ্রী সম্মান পাচ্ছেন চিকিৎসক সরোজ মণ্ডল। মাত্র ৯ ঘণ্টায় ২২টি পেসমেকার বসানোর বিরল কৃতিত্ব রয়েছে তাঁর ঝুলিতে, যা চিকিৎসা জগতে এক উল্লেখযোগ্য নজির।
শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রেও বাংলার ঐতিহ্যবাহী শিল্পকলার অবদানকে স্বীকৃতি দেওয়া হয়েছে। কাঁথাস্টিচ শিল্পে বিশেষ অবদান এবং এই শিল্পের সঙ্গে বহু মহিলাকে যুক্ত করার কৃতিত্বের জন্য পদ্মশ্রী পাচ্ছেন তৃপ্তি মুখোপাধ্যায়। বাংলার ঐতিহ্যবাহী জামদানি শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হবে জ্যোতিষ দেবনাথকে।




















